ভারত এর প্রাকৃতিক পরিবেশ (অধ্যায় ৫.১ )
Published 21-04-26
183 Views
Md. Monjujul Alam
Geography Tutor
Dist : Murshidabad

ভারতএর প্রাকৃতিক পরিবেশ

অবস্থান ও প্রশাসনিক বিভাগ

  1. অবস্থান :-

অক্ষ্যাংশগত অবস্থান :
ভারত দক্ষিনে 8°4′ উত্তর অক্ষ্যাংশ (কন্যাকুমারিকা অন্তরীপ) থেকে উত্তরে 37°6′ উত্তর অক্ষ্যাংশ (কাশ্মীরের ইন্দিরা কল) পর্যন্ত বিস্তৃত । অক্ষ্যাংশগত ভাবে ভারত উত্তর গোলার্ধে অবস্থিত ।

দ্রাঘিমাগত অবস্থান :
ভারত পশ্চিমে 68°7′ পূর্ব দ্রাঘিমা (গুজরাটের গূহার মোটার ) থেকে 97°25′ পূর্ব দ্রাঘিমা (আরুনাচল প্রদেশের কিবিথু) পর্যন্ত বিস্তৃত । দ্রাঘিমাগত দিক থেকে পূর্ব গোলার্ধে অবস্থিত ।

  1. সীমানা :-
    ভারতের উত্তরে হিমালয় পর্বত এবং চিন, নেপাল, ভূটান অবস্থিত । ভারতের পশ্চিমে পাকিস্তান ও আরব সাগর এবং দক্ষিনে রয়েছে শ্রীলঙ্কা ও ভারত মহাসাগর । পূর্বে মায়ান্মার,বাংলাদেশ এবং বঙ্গোপসাগর অবস্থিত ।
  2. উপদ্বীপ কাকে বলে ?

উপদ্বীপ :-
তিনদিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলে । যেমন- ভারত হলো একটি উপদ্বীপ, কারন ভারতের তিনদিকে রয়েছে 3 টি সাগর (পূর্বে বঙ্গোপসাগর, পশ্চিমে আরব সাগর এবং দক্ষিনে ভারত মহাসাগর) । ভারত পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ ।

  1. উপসাগর :
    তিনদিক স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর বলে । যেমন – খাম্বাত, কচ্ছ, উপসাগর ইত্যাদি ।
  2. ভারতের রাজ্যসমূহের পুনর্গঠনের প্রধান ভিত্তি কী ছিল ?

♦ ভারতের রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি গুলি হল – i) ভাষা ii) সংস্কৃতি iii) প্রশাসনিক দক্ষতাবৃদ্ধি iv) অর্থনৈতিক স্থিতিশীলতা v) প্রাকিতিক ও ভৌগোলিক সাদৃশ্য ।

  1. বিস্তার :-
    কাশ্মীর – কন্যাকুমারী উত্তর দক্ষিনে 3214 km এবং গুজরাট – আরুনাচল প্রদেশ পূর্ব –পশ্চিমে 2933 km বিস্তৃত ।
  2. SAARC( সার্ক) :-
    South Asian Association for Regional Co-operation বা দক্ষিনে এশীয় আঞ্চলিক সহযোগিতা পরিষদ ।

স্থাপন :
8 ডিসেম্বর 1985 সাল ।

সদস্য দেশ :
ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও মালদ্বীপ । 8 টি দেশ মিলে এটি গঠিত হয় ।

সদরদপ্তর :-

নেপালের রাজধানী কাঠমান্ডু ।

  1. ভারতের প্রতিবেশী দেশ :
    9 টি । পাকিস্তান, আফগানিস্তান, চিন, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা ও মালদ্বীপ ।
  2. ভারতীয় উপমহাদেশ :-
    এশিয় মহাদেশের দক্ষিনাংশে ভারতসহ পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার ভূ-প্রাকৃতিক, জলবায়ু, আর্থ সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সাদৃশ্য দেখা যায় । 6 টি দেশের মধ্যে একেবারে মধ্যভাগে অবস্থিত ভারতের ক্ষেত্রে মান, জনসংখ্যা এবং প্রভাব প্রতিপত্তি সবচেয়ে বেশি । ভারত হল এই অঞ্চলটির মূল চালিকা শক্তি । তাই এই অঞ্চলটিকে ভারতীয় উপমহাদেশ বলা হয় ।
  3. ভারতের উল্লেখযোগ্য প্রনালী :-
প্রনালী অবস্থান
গ্রেট  চ্যানেল আন্দামান ও নিকোবর, ইন্দোনেশিয়া
10 চ্যানেল আন্দামান ও নিকোবর
9 চ্যানেল মিনিকয় ও লাক্ষাদ্বীপ
8 চ্যানেল মালদ্বীপ ও মিনিকয়
মান্নার উপসাগর ও পক প্রণালী ভারত ও শ্রীলংকা
  1. ভারতের গুরুত্বপূর্ণ সীমানারেখা :
সীমান্ত রেখা কোন কোন দেশের মধ্যে অবস্থিত
ম্যাকমোহন লাইন অরুণাচল প্রদেশে – ভারত ও চিন
র‍্যাডক্লিফ লাইন ভারত ও পাকিস্তান
LOC( Line of Control ) ভারত – পাকিস্তান অধিকৃত কাশ্মীর
24 তম প্যরালাল ভারত – পাকিস্তান (পাকিস্তান দাবি করে )
28 তম প্যরালাল ভারতীয় কাশ্মীর – পাক অধিকৃত কাশ্মীর
ডুরান্ড লাইন ভারত ও আফগানিস্তান
LAC (Line of Actual Control) ভারত ও চিন অধিকৃত কাশ্মীর
IB (International Border) ভারত ও বাংলাদেশ
  1. রাজ্য পুনর্গঠনের সংক্ষিপ্ত ইতিহাস :
1957 অসম থেকে নাগাল্যান্ড কেন্দ্রশাসিত অঞ্চল গঠন ।
1960 বোম্বাই ভেঙে মহারাষ্ট্র ও গুজরাট রাজ্য গঠন ।
1961 গোয়া, দমন ও দিউ এবং পদুচেরী কেন্দ্রশাসিত অঞ্চল গঠন ।
1964 নাগাল্যান্ড রাজ্য গঠন ।
1966 পাঞ্জাব ভেঙে হরিয়ানা রাজ্য ও চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চল গঠন ।
1969 অসম থেকে মেঘালয় কেন্দ্রশাসিত অঞ্চল গঠন ।
1970 হিমাচল প্রদেশ রাজ্য গঠন ।
1971 ত্রিপুরা, মনিপুর ও মেঘালয় রাজ্য গঠন ।
1975 সিকিম রাজ্য গঠন । (1976 ) মিজোরাম রাজ্য গঠন ।
1987 অরুণাচল প্রদেশ ও গোয়া রাজ্য গঠন ।
1993 দিল্লি জাতীয় রাজধানী গঠন ।
2000 মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিসগড়, উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখন্ড, বিহার ভেঙে   ঝাড়খন্ড ।
2014 অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠন ।
  1. গুরুত্বপূর্ন তথ্য :

i) নবীনতম অঙ্গরাজ্য – তেলেঙ্গানা ।

ii) অঙ্গরাজ্যগুলির মধ্যে বৃহত্তম – a) আয়তনে – রাজস্থান, b) জনসংখ্যায় – উত্তরপ্রদেশ, c) জনঘনত্বে – বিহার ।

iii) অঙ্গরাজ্যগুলির মধ্যে ক্ষুদ্রতম – a) আয়তনে – গোয়া, b) জনসংখ্যায় – সিকিম, c) জনঘনত্বে – অরুনাচল প্রদেশ ।

iv) কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম – a) আয়তনে – জম্মু ও কাশ্মীর, b) জনসংখ্যায় ও জনঘনত্বে দিল্লি ।

v) কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে ক্ষুদ্রতম – a) আয়তনে ও জনসংখ্যায় – লাক্ষাদ্বীপ, b) জনঘনত্বে – আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ।

vi) ভারতের প্রধান ভাষাভিত্তিক রাজ্য – অন্ধ্রপ্রদেশ ।

  1. বর্তমানে ভারতে অঙ্গরাজ্য – 28 টি ।
  2. বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল – 7 টি ।
  3. ভারতের প্রান্তবিন্দু

i) ভারতের পশ্চিমতম প্রান্তবিন্দু হল – গুজরাটের গুহার মোটার (মোতি গ্রাম)।

ii) ভারতের পূর্বতম প্রান্তবিন্দু হল – আরুনাচল প্রদেশের কিবিথু।

iii) ভারতের উত্তরতম প্রান্তবিন্দু হল – জম্মু ও কাশ্মীর -এর পূর্বে কারাকোরাম পর্বত শ্রেণীর ইন্দিরা কল ।

iv) ভারতের দক্ষিনতম প্রান্তবিন্দু হলআন্দামান ও নিকোবর দ্বিপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট ।

v) ভারতের মূল ভূখণ্ডের দক্ষিনতম বিন্দু – তামিলনাড়ুর কন্যা-কুমারিকা অন্তরীপ ।

  1. ভারতের সর্ববৃহৎ প্রতিবেশী দেশ – চীন ।
  2. ভারতের সর্বাপেক্ষা ছোট প্রতিবেশী দেশ – মালদ্বীপ ।
  3. কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড় – ভারতে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের রাজধানী ও চণ্ডীগড় এর রাজধানী । চণ্ডীগড় ভারতে 3 টি জায়গার রাজধানী ।
  4. আয়তনের বিচারে ভারতের পৃথিবীতে স্থান – সপ্তম ।
  5. ভারতের প্রামান্য দ্রাঘিমারেখা হল – 82°30′ পূর্ব ।
  6. ভারতের রাজ্য পূনর্গঠনের মুল ভিত্তি হলভাষা ।
  7. ভারতে রাজ্য পুনর্গঠন পরিষদের সুপারিশ প্রথম কার্যকরী হয়1956 সালে ।
  8.  ভারতের প্রবেশ দ্বার বলা হয়মুম্বাই কে ।
  9.  ভারতে আর্ন্তজাতিক সিমারেখা সর্বাধিক – বাংলাদেশের সঙ্গে ।
  10. ভারতের সংবিধান স্বীকৃত ভাষা – 22 টি ।
  11. ভারতে রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় – 1953 সালে ।
  12. ভারতের মশলার বাগান নামে পরিচিত– কেরল ।
  13. এশিয়ার ডিমের ঝুড়িনামে পরিচিত – অন্ধ্রপ্রদেশ ।
  14. পঞ্চনদের দেশবলা হয় – পাঞ্জাব কে ।
  15. আপেলের রাজ্যবলা হয় – হিমাচল প্রদেশকে ।
  16. ভারতের সুইজারল্যান্ডবলা হয় – কাশ্মীর ।
  17. ভূস্বর্গবলা হয় – কাশ্মীর কে ।
  18. কর্কটক্রান্তিরেখা (Tropic of Cancer) ভারতের যে রাজ্যের উপর দিয়ে গিয়েছে – গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম ।
  19. সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্রের সীমা স্পর্শকারী রাজ্য

♦ পশ্চিমবঙ্গ নেপাল, ভুটান ও বাংলাদেশ ।

♦ অরুনাচল প্রদেশ – ভুটান, চিন ও মায়ানমার ।

  1. ভারতের সবচেয়ে কম সীমানা স্পর্শকারী রাজ্য – সিকিম ।
  2. প্রনালী
    দুটি স্থলভাগ যে সংকীর্ণ জলভাগ দ্বারা বিচ্ছিন্ন থাকে তাকে প্রণালী বলে । যেমন –পক প্রনালী ।
  3. NFFA (North East Frontier Agency) উত্তর পূর্ব সীমান্ত অঞ্চল
    সীমান্তবর্তী রাজ্যগুলি নিয়ে গঠিত অঞ্চল উত্তর পূর্ব ভারতের সিমান্তবর্তী রাজ্যগুলি নিয়ে গঠিত অঞ্চল উত্তর পূর্ব সীমান্ত অঞ্চল নামে পরিচিত ।
  4. করিডর (Corridor)
    দুই দেশের মধ্যে পারস্পরিক আলোচনার ভিত্তিতে যখন কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য একটি দেশের অভ্যন্তরে অন্যদেশকে তার এলাকা বিস্তারের সুযোগ দেওয়া হয় তাকে করিডর বলে ।
0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments