ভারতের মৃত্তিকা (অধ্যায় ৫.৫)
Published 21-04-26
254 Views
Md. Monjujul Alam
Geography Tutor
Dist : Murshidabad

ভারতের মৃত্তিকা

  1. মৃত্তিকা সৃষ্টির উপাদান

Ans. (i) আদি শিলা,

(ii) জলবায়ু,

(iii) ভূ প্রকৃতি,

(iv) সময়,

(v) জৈব পদার্থ |

  1. খাদার

Ans. উর্বর নবীন পলিমাটি ।

  1. ভাঙ্গর (ধাঙ্গর) –

Ans. অনুর্বর প্রাচীন পলিমাটি ।

  1. ভুর

Ans. উচ্চ গাঙ্গেয় সমভূমির নিম্ন অঞ্চলের বালি মিশ্রিত মৃত্তিকা ।

  1. কৃষ্ণ মৃত্তিকার অপর নাম

Ans. রেগুর বা কৃষ্ণ কার্পাস মৃত্তিকা ।

  1. মরু মৃত্তিকার অপর নাম

Ans. সিরোজেম ।

  1. পার্বত্য মৃত্তিকার অপর নাম

Ans. পডসল ।

  1. গ্রথন অনুযায়ী পলি মৃত্তিকার শ্রেণিবিভাগ

Ans. দোঁয়াশ, বেলে ও এঁটেল মাটি  ।

  1. হিউমাস

Ans. মৃত্তিকায় অবস্থিত পরিপূর্ণভাবে বিশ্লিষ্ট জীবদেহ বিশেষ ।

  1. রেগুর শব্দের উৎপত্তি

Ans. তেলেগু শব্দ রেগাভা থেকে ।

  1. ল্যাটেরাইট শব্দের উৎপত্তি

Ans. ল্যাটিন শব্দ ল্যাটার থেকে । যার অর্থ ইট ।

  1. পডসল শব্দের উৎপত্তি

Ans. রুশ শব্দ পডসল থেকে, যার অর্থ ধূসর ।

  1. ভারতের প্রধান তিন মৃত্তিকা অঞ্চল

Ans. পাললিক মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা ও লোহিত মৃত্তিকা ।

  1. ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র

Ans. ভূপালে – IISS – Indian Institute of Soil Science.

  1. IARI –

Ans. Indian Agricultural Research Institute.

  1. ICAR –

Ans. Indian council of Agricultural Research.

  1. মৃত্তিকা সৃষ্টিকারী উপাদানের সমীকরণ

Ans. রাশিয়া মৃত্তিকা বিজ্ঞানী ডকুচেভ কৃত মৃত্তিকা সৃষ্টির সমীকরণ হল – S = F (Cl , O, R, P,T), যেখানে  S = Soil (মৃত্তিকা), F = Function বা কার্যকারিতা, Cl = Climate বা জলবায়ু, O = Organic Activity বা জীবমন্ডল, R = Relief  বা ভূপ্রকৃতি, P = Parent Material  বা জনক শিলা, T = time বা সময় ।

  1. মৃত্তিকা ক্ষয়ের উপাদানের সমীকরণ

Ans. E = F(Cl, V, T, S, H) অর্থাৎ E = Erosion বা ক্ষয়, F = Function বা কার্যকারিতা, Cl = Cimate বা জলবায়ু, V = Vegatation বা উদ্ভিদ, T = Topography বা ভূমিরূপ, S = Soil Properties বা মৃত্তিকার উপাদান, H = Human Activity বা মানুষের কার্যাবলী ।

  1. বেট

Ans. পাঞ্জাবের নবীন পলিমৃত্তিকা অঞ্চল বেট নামে পরিচিত ।

  1. ধায়া

Ans. পাঞ্জাবের প্রাচীন পলিমৃত্তিকা অঞ্চল ধায়া নামে পরিচিত।

  1. রে বা ঊষর বা কালার

Ans. উত্তর রাজস্থানে শুস্ক অঞ্চলে প্রাপ্ত লবন বা ক্ষারধর্মী অনুর্বর মৃত্তিকা রে নামে পরিচিত ।

  1. ভাবর

Ans. পশ্চিমবঙ্গ ও উত্তর প্রদেশে হিমালয়ের পাদদেশে জলাভূমিপূর্ণ সমতল অঞ্চলের পলিমাটি ভাবর নামে পরিচিত ।

  1. সোলাম শব্দের অর্থ

Ans. মেঝে বা ভূমি ।

  1. পেডালফার মৃত্তিকা

Ans. যে মৃত্তিকায় লোহা ও অ্যালুমিনিয়ামের পরিমান বেশি থাকে এবং যার রং বাদামি, লাল বা হলুদ হয়, তাকে পেডালফার মৃত্তিকা বলে ।

  1. পেডোক্যাল মৃত্তিকা

Ans. যে মৃত্তিকায় চুনের ভাগ বেশি ও রং কালো, তাকে পেডোক্যাল মৃত্তিকা বলে ।

  1. ধাওকার

Ans. উচ্চ গাঙ্গেয় সমভূমির জলাভূমির মৃত্তিকাকে ধাওকার বলে ।

  1. ধাপচাষ

Ans. পাহাড়ি অঞ্চলে বিভিন্ন উচ্চতায় ধাপ কেটে যে চাষ করা হয়, তাকে ধাপচাষ বলে ।

  1. ঝুমচাষ

Ans. পাহাড়ের জঙ্গল পুড়িয়ে যে চাষ হয়, তাকে ঝুমচাষ বলে ।

  1. রিল ক্ষয় বা নালা ক্ষয়

Ans. শিথিল মৃত্তিকার  স্তরের মধ্যে সরু সরু নালার আকারে যে মৃত্তিকা ক্ষয় হয়, তাকে রিল ক্ষয় বা নালা ক্ষয় বলে ।

  1. অন্তর্ভূমি

Ans. অবশিষ্ট মৃত্তিকার নীচে অবস্থিত শিলাকে অন্তর্ভূমি বলে ।

  1. মৃত্তিকা

Ans. ভূত্বকের ওপরের শিলাচূর্ণ (খনিজ পদার্থ), বিয়োজিত জৈব যৌগ, জীবাণু, জলীয় দ্রবণ, বায়ু প্রভৃতি দ্বারা গঠিত সূক্ষ পদার্থের হালকা ও শিথীল অংশকে মৃত্তিকা বলে ।

  1. মৃত্তিকার গ্রথন

Ans. মৃত্তিকার অন্তর্গত খনিজ কণার বিন্যাসকে বলা হয় গ্রথন ।

  1. ভারতের মৃত্তিকার শ্রেণিবিভাগ

Ans. ছয় ভাগে ভাগ করা হয় । যথা –

(i) পাললিক মৃত্তিকা

(ii) কৃষ্ণ মৃত্তিকা

(iii) লোহিত মৃত্তিকা

(iv) ল্যাটেরাইট মৃত্তিকা

(v) মরু অঞ্চলের মৃত্তিকা

(iv) পার্বত্য অঞ্চলের মৃত্তিকা |

  1. রেগুর মৃত্তিকা

Ans. দাক্ষিণাত্যের উত্তর – পশ্চিমাংশে লাভা গঠিত ব্যাসল্ট শিলা থেকে উৎপন্ন যে অতি উর্বর কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়, স্থানীয় ভাষায় তাকে রেগুর বলে ।

  1. ব্ল্যাক কটন সয়েল বা কৃষ্ণ মৃত্তিকা

Ans. কৃষ্ণ মৃত্তিকা কার্পাস বা তুলো চাষের জন্য উপযোগী বলে কৃষ্ণ মৃত্তিকাকে কৃষ্ণ কার্পাস মৃত্তিকা বা Black cotton Sail বলে ।

  1. সিরোজেম মৃত্তিকা

Ans. মরুভূমি সংলগ্ন অঞ্চলে ক্যালশিয়াম সমৃদ্ধ ধূসর বর্ণের মৃত্তিকাকে সিরোজেম মৃত্তিকা বলে । এই মৃত্তিকায় জৈব পদার্থের পরিমান বেশ কম ।

  1. মৃত্তিকা ক্ষয়

Ans. হিমবাহ, জলস্রোত, সমুদ্রের ঢেউ, বায়ু প্রবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তি এবং মানুষের নানান রকম অবাঞ্চিত কার্যকলাপের ফলে মাটির ওপরের হালকা অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে অপসারিত হলে, তাকে মৃত্তিকা ক্ষয় বলে ।

  1. শিট ক্ষয়

Ans. ঢালু জমির ওপর দিয়ে প্রবাহিত জলধারার মাধ্যমে মাটির উপরি স্তরের অপসারণ হল শিট ক্ষয় ।

  1. খোয়াই ক্ষয়

Ans. ছোটো নালা বড়ো নালাই পরিণত হলে তা হল খোয়াই ক্ষয় ।

  1. ফালি চাষ

Ans. যে সকল জমিতে মাটি ক্ষয় বেশি সেখানে ঢালের আড়াআড়ি দিকে চওড়া ফিতের মতো জমি তৈরী করে ক্ষয় রোধকারী শষ্য (সিম, ডাল, সয়াবিন) চাষ করা হয় । এতে মাটির ক্ষয় রোধ হয় এবং মাটির জলধারণ ক্ষমতাও বাড়ে ।

  1. বধভূমি

Ans. বৃক্ষহীন, ক্ষয় ও বিস্তীর্ণ অঞ্চলে রিল, গালি, রেভাইন ক্ষয়ের মাধ্যমে অত্যাধিক মাটি ক্ষয়ের ফলে যে উঁচু নিচু ক্ষয়প্রাপ্ত ভূভাগ সৃষ্টি হয়, তাকে বধভূমি বলে । পস্চিম মেদনীপুরের গড়বেতার কাছে গণগণিতে শিলাবতী নদীর তীরে দেখা যায় ।

  1. ঘুটিং

Ans. ভাঙ্গরের চুন জাতীয় পদার্থ বেশি থাকলে তাকে ঘুটিং বলে ।

  1. ল্যাটেরাইট মাটি সম্মন্ধে যা জানো লেখ ।
    অথবা,
    ল্যাটেরাইট মৃত্তিকার অবস্থান, বৈশিষ্ট্য গুরুত্ব লেখ ।

Ans. বন্টন অবস্থান :- পূর্বঘাট পার্বত্য অঞ্চল, রাজমহল পাহাড়, বিন্ধ্য ও সাতপুরা মালভূমি অঞ্চল, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ঝাড়খন্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমঘাট ও মেঘালয়ের কয়েকটি স্থানে এই মৃত্তিকা দেখা যায় ।

বৈশিষ্ট্য :-

(i) রং :- এই মৃত্তিকায় লৌহ অক্সাইড থাকায় লাল হয় । তবে বাদামি ও হলুদ রঙেরও হতে পারে ।

(ii) গ্রথন :- এই মৃত্তিকাতে শতকরা 40 – 50 ভাগ পলিকণা, 20 – 30 ভাগ বালিকণা ও 10 – 20 ভাগ কাদাকনা থাকে । এই মৃত্তিকায় পলি ও বালি কণার ভাগ বেশি থাকায় এই মৃত্তিকা মাঝারি সূক্ষ গ্রথনযুক্ত হয় ।

(iii) খনিজের উপস্থিতি :- এই মৃত্তিকাতে লোহার পরিমান বেশি । অন্যান্য খনিজ উপাদান কম ।

(iv) উৎপাদিত শষ্য :- লোহিত মৃত্তিকাতে নাইট্রোজেন ও জৈব পদার্থ কম থাকায় এই মৃত্তিকা অনুর্বর । তবে মাটিতে মিলেট, বাদাম, ভুট্টা, সয়াবিন, আঙুর ও কফি উৎপাদনে বেশি উপযোগী ।

গুরুত্ব :- এই মৃত্তিকা অনুর্বর বলে কৃষিকাজে সহায়ক নয় । তবে জলসেচ ও সার প্রয়োগের মাধ্যমে এই মাটিতে চা, কফি, রাবার ও বাদামের চাষ হয় । গ্রাম অঞ্চলে রাস্তাঘাট নির্মাণে ব্যবহৃত হয় ।

  1. ভারতের রেগুর মৃত্তিকার অবস্থান, বৈশিষ্ট্য গুরুত্ব লেখ
    অথবা,
    কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকা কী ?

Ans. অবস্থান :– দাক্ষিণাত্য মালভূমি অন্তর্গত মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ -এর পশ্চিমাংশ, গুজরাটের দক্ষিণাংশ, অন্ধ্রপ্রদেশের উত্তর – পশ্চিমাংশ, কর্ণাটক ও তামিলনাড়ুর উত্তরাংশে এই মৃত্তিকার অবস্থান দেখা যায় ।

বৈশিষ্ট্য :-

(i) রং :– কৃষ্ণ মৃত্তিকা ব্যাসল্ট শিলা থেকে সৃষ্টি হয় । এই মৃত্তিকায় টাইটানিয়াম অক্সাইড ও জৈব যৌগের পরিমান বেশি থাকায় এই মৃত্তিকার রং কালো হয় ।

(ii) গ্রথন :- এই মৃত্তিকাতে শতকরা 50 – 60 ভাগ পলিকণা, 15 – 25 ভাগ কাদাকনা, 10 – 15 ভাগ সূক্ষ বালিকণা থাকে । এই মৃত্তিকাতে পলিকণা ও কাদাকনার ভাগ বেশি থাকায় অত্যন্ত সূক্ষ প্রধান খনিজ ।

(iii) খনিজের উপস্থিতি :- লোহা, চুন, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম কার্বনেট, অ্যালুমিনিয়াম, পটাশ এই মৃত্তিকার প্রধান খনিজ ।

(iv) উৎপাদিত শষ্য :- এই কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর খুবই উর্বর । এই মৃত্তিকার PH মান 6.5 – 8.4 । কার্পাস চাষের জন্য অত্যন্ত বিখ্যাত । তাই এই মাটি কৃষ্ণ, কার্পাস মাটি বা  ‘Black Cotton Soil’ নামে পরিচিত । এই মাটিতে মিলেট, তৈলবীজ, তামাক চাষও হয় । বৈশিষ্ট্যগত দিক দিয়ে কৃষ্ণ মৃত্তিকার সঙ্গে রাশিয়ার ডারনোজম মৃত্তিকার সিল পাওয়া যায় ।

গুরুত্ব :- এই মাটিতে মিলেট, কার্পাস, তৈলবীজ, তামাক ও পেঁয়াজের প্রচুর পরিমানে চাষ হয় । এই মৃত্তিকা পূর্বচাষের জন্য বিশেষ উপযোগী বলে একে Black Cotton Soil বলে ।

  1. মাটিক্ষয় কাকে বলে ? এর কারণগুলি লেখ

Ans. মাটিক্ষয়:– যে পক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ও মানবিক কার্যাবলীর প্রভাবে মাটির ওপরের হালকা ও অসংঘবদ্ধ মাটি কণা পৃথক হয়ে দূর – দূরান্তে অপসারিত হয়, তাকে মাটি ক্ষয় বা ভূমি ক্ষয় বলে ।

কারণ :-

(A) প্রাকৃতিক কারণ :-

(a) প্রবাহমান জলধারা :- প্রবাহমান জলধারা মাটি ক্ষয়ের প্রধান কারণ । প্রবাহমান জলধারা 4 টি পদ্ধতিতে মাটি ক্ষয় করে থাকে । যথা –

(i) সিট ক্ষয় :- মাটির ওপরের স্তর চাদরের আকারে আবৃত হয়ে যে ক্ষয় হয় তাকে পাত ক্ষয় বা সিট ক্ষয় বা চাদর ক্ষয় বলে ।

(ii) রিল ক্ষয় :- তীব্র জলস্রোত সরু প্রবাহপথ সৃষ্টি করে যে ক্ষয় করে তাকে রিল ক্ষয় বা নালি ক্ষয় বলে ।

(iii) গালি ক্ষয় :- নালি ক্রমশ প্রসস্থ ও গভীর হয়ে যে প্রবল ক্ষয়, তাকে খাত ক্ষয় বা গালি ক্ষয় বলে ।

(iv) পতন ক্ষয় :- পার্বত্য ঢালে বৃষ্টির জল মাটির অভ্যন্তরে প্রবেশ করে প্রবেশ্য স্তর নরম হয়ে আলগা হয় । এই সময় স্তরটি জলের চাপে ও মাধ্যাকর্ষণের টানে পার্শ্বদেশ হঠাৎ নিচের দিকে নামতে থাকে একে পতন ক্ষয় বলে ।

(b) বায়ুপ্রবাহ :- মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে বায়ু প্রবল বেগে বাহিত হয়ে মাটি ক্ষয় ঘটায় ।

(c) বৃষ্টিপাতের প্রকৃতি :- বৃষ্টিপাতের যে অঞ্চলে বেশি হয় সেখানে মৃত্তিকা ক্ষয় বেশি হয় আবার জলের ফোঁটা বড়ো ও ছোটো হলে মৃত্তিকা ক্ষয় বেশি বা কম হয় ।

(d) ভূপ্রকৃতি ভূমির ঢাল :- বন্ধুর পার্বত্য ও মালভূমির ঢাল খাড়া হওয়ায় ভূপৃষ্ঠীয় প্রবাহের গতিবেগ ও শক্তি যে হয়ে ভূমি ক্ষয় দ্রুততর হয় ।

1 1 vote
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments