——————————–*———————————
অনেকেই Object সম্পর্কে জানতে চেয়েছেন।আজকের আলোচনার বিষয় object.
——————————————————————
সাধারণত verbকে what ( কি) এবং Whom ( কাকে) দিয়ে প্রশ্ন করলে যা উত্তর পাওয়া যায় ;তাই object।
What দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি অপ্রাণীবাচক হয়(non- living) – এবং এটি direct object.
আবার; whom দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি প্রাণীবাচক ( living) হয় এবং এটি Indirect object হয়।
যেমন:
He gave me a book.
এখানে verb কে What দিয়ে প্রশ্ন করলে? সে আমাকে কী দিয়েছিল? উত্তর আসে – book. এই book হল direct object.
আবার verb কে whom দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে – me.এই me হল indirect object.
Structure: Sub+ verb+ indirect object+ direct object হয়।
যেমন :He gave me a book.
or He gave a book to me.
Direct object আগে লিখতে হলে indirect object এর আগে একটি to বসে।
——————————
Retained object.
———————————
Active voice এ দুটি object থকলে passive করতে হলে; একটি কে sub হিসাবে নিতে হয় আর একটি অপরিবর্তিত থাকে।যেটি অপরিবর্তিত থাকে তাকে Retained object বলা হয়।
যেমন:He gave me abook.
Passive:1. I was given a book-( retained obj) by him.
2.A book was given me ( retained obj.) by him.
1.no এ a book retained objected as it remains unchanged.
2. me retained obj.as it remains unchanged.
———————————-
Cognatate object( সমধাতুজ কর্ম)
——————————————-
Verb থেকে যে obj সৃষ্টি হয় ; তাকে cognate object বলা হয়।
যেমন:1.He slept a sound sleep( cognate obj)
2.He dreamt a dream ( cognate obj.)
3.He ran a race ( cognate obj. race is noun form of run)
———————————-
Factitive object
———————————–
কোন কোন সকর্ম ক্রিয়ার ( transitive verb) অর্থ পূরণের জন্য উহার কর্মের পর পদবীজ্ঞাপক একটি noun দরকার হয়।This word is called factitive obj.
E.g 1. He called me a fool ( a fool factitive obj)
2.He made me captain( captain – factitive obj.)
এখানে a fool & captain noun গুলি ব্যবহার না করলে বাক্যের অর্থ সম্পুর্ণ হয় না।এই ধরণের noun কে factive object বলা হয়।
ধন্যবাদ।