কারেন্ট অ্যাফেয়ার্স ৩০শে নভেম্বর
দেশ
🔴 মাটিতে লুকানো ল্যান্ডমাইনের সন্ধান দেবে কৃত্রিম উপগ্রহ মাইনসুপার ‘হাইসিস ‘ .
🔴 কয়লা দুর্নীতিতে অভিযুক্ত হলেন প্রাক্তন কয়লা সচিব এইচসি গুপ্তা সহ ৪ জন।
রাজ্য
🔴 মেয়র নির্বাচনে স্থগিতাদেশ দিতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট।
🔴 রাজ্যে দমকল দফতরের কর্মী ইউনিয়ন তুলে দিয়ে তৈরী হবে নতুন ওয়েলফেয়ার বোর্ড।
বিদেশ
🔴 এই নিয়ে দ্বিতীয় বার ক্র্যাশ করল ফেসবুক ম্যাসেঞ্জার।
🔴 ইজরায়েলি বান্ধবী ড্যানিয়েলা পিকের সাথে বিবাহ বাঁধনে আবদ্ধ হলেন হলিউড পরিচালক কোয়েনটিন ট্যারেন্টিনো।
খেলাধুলা
🔴 অনুশীলনে চোট পাওয়ায় পরের ম্যাচে খেলবেন না মোহনবাগানের হেনরি কিসকো।
🔴 আইএসএল এর ম্যাচে দর্শকরা সমবেত হয়ে রেফারিকে ক্রমাগত নিন্দনীয় ভাষায় আক্রমন করায় বেঙ্গালুরুকে ১৫ লক্ষ টাকা জরিমানা করল এআইএফএফ।
বিবিধ
🔴 রাজপাল যাদবকে তিনমাসের কারাদণ্ড দিল দিল্লি হাইকোর্ট।
🔴 এসবিআই ব্যাংক একাউন্টের সাথে মোবাইল নম্বর যুক্ত না থাকলে বন্ধ হয়ে যেতে পারে ইন্টারনেট ব্যংকিং পরিষেবা।