কারেন্ট অ্যাফেয়ার্স ২রা অক্টোবর
🔴৩১ শে অক্টোবর থেকে SBI এর বিনা চিপ যুক্ত ATM কার্ডে ২০,০০০ এর বেশি টাকা তোলা যাবে না। তবে চিপ যুক্ত কার্ডে আগে মতো ৪০,০০০ টাকা তোলা যাবে।
🔴নিজের বিদায়ী ভাষণে তরুণদের প্রশংসা করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক মিশ্র। “তিন তালাক”, “সমকামিতা” সহ বহু গুরুত্বপূর্ণ বিষয়ে রায়দান করেছেন তিনি।
🔴”প্রয়োজনীয় জমি পেলেই কলকাতায় তৈরী হবে দ্বিতীয় এয়ারপোর্ট” জানালেন অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা।
🔴সি আই ডি তদন্তকে “ধামাচাপা তদন্ত” বলে কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি দাড়িভিটকাণ্ডে সি বি আই তদন্তের দাবি করেন।
🔴ভারতকে “শুল্কের রাজা” বলে কটাক্ষ করলেন আমেরিকার রাষ্ট্রপতি।
🔴আইএমএফ এর প্রধান অর্থনীতিবিদ হিসাবে নিয়োজিত হলেন গীতা গোপীনাথ।
🔴আসন্ন ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় এক দিনের ম্যাচ ইনডোরে হওয়ার কথা ছিল।পরবর্তী ক্ষেত্রে তা গুজরাটের ভাদোদরায় সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে।
🔴আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ৩০ বছর বয়সী রাশিয়ান গোলকিপার ইগর আকিনফিভ।
🔴নানা পাটেকরের পাঠানো কোনো আইনি নোটিশ পাননি বলে জানালেন তার বিরুদ্ধে শ্রীলতাহানির অভিযোগ আনা অভিনেত্রী তনুশ্রী।
🔴এবার বলিউডে পা রাখছেন সুনীল শেট্টির ছেলে আহান। তেলেগু ছবি “আর এক্স ১০০” এর হিন্দি রিমেকে তাকে অভিনয় করতে দেখা যাবে।
Mi contact no 7384056803. 12pass
Thank you
Good