কারেন্ট অ্যাফেয়ার্স ২৩শে নভেম্বর
দেশ
🔴 প্রয়াত হলেন সেতার বাদক উস্তাদ ইমরাত খান।
🔴 ৮০ মিটার উঁচু বুদ্ধের মূর্তি তৈরী হবে গুজরাটে।
রাজ্য
🔴 দক্ষ কর্মীদের কাজের সুযোগ করে দিতে আগামী ২৭ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জব ফেয়ার বা কাজের মেলা করছে রাজ্য সরকার।
🔴 উত্তুরে হওয়ার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নেমেছে শীতের আমেজ।
বিদেশ
🔴 উত্তর পূর্ব ব্রাজিলে ব্রিটেনের সমান আয়তন বিশিষ্ট একটি ৪০০০ বছর পুরোনো উই ঢিপির সন্ধান পাওয়া গেল।
🔴 পাকিস্তানের জঙ্গি হামলা ঘটনার তীব্র নিন্দা করল চীন প্রশাসন।
খেলাধুলা
🔴 সংযুক্ত আরব আমিরশাহিতে চলতি টি-২০ টুর্নামেন্টে হ্যাটট্রিক করলেন ভারতের ৪৭ বছর বয়েসী স্পিনার প্রবীণ তাম্বে।
🔴 এআইবি এর মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ৫৭ কেজি বিভাগে ফাইনালে উঠলেন সোনিয়া চাহাল।
বিবিধ
🔴 স্যামসাং দুর্ঘটনা কমাতে ব্যর্থ হয়েছে বলে ক্ষমা চেয়ে স্বীকারোক্তি করলেন সংস্থার সহ সভাপতি কিম কি নাম।
🔴 জিও কে টেক্কা দিতে অতিরিক্ত ১৫০০ জিবি ডেটার অফার নিয়ে এল এসিটি ফাইবার নেট।