কারেন্ট অ্যাফেয়ার্স ১৯শে সেপ্টেম্বর
🔴প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ এক গুচ্ছ অনুমোদন দিয়েছেন।
🔴বারাণসীতে প্রধান উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
🔴ইউকেডব্লিউডির জন্য বিশ্বব্যাংকের সাথে অর্থায়ন ঋণ চুক্তিতে স্বাক্ষর করলো ভারত।
🔴বন্দর ব্যবহারের জন্য ভারতবর্ষের সাথে মন্ত্রিসভার চুক্তি স্বাক্ষর বাংলাদেশের।
🔴এশিয়ান প্যারালিম্পিক কমিটি (এপিসি) নিশ্চিত করেছে যে হেনঝো ২0২২ সালে এশিয়ান প্যারা গেমসের চতুর্থ সংস্করণ আয়োজন করবে।
🔴ভোদাফোন আইডিয়া বোর্ড আদিত্য বিড়লা টেলিকমের সাথে সম্মতি অনুমোদন দিয়েছে।