কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ই নভেম্বর
🔴মারাঠাদের SEBC -র আওতায় সংরক্ষণের প্রস্তাবে সম্মতি জানাল মহারাষ্ট্র সরকার।
🔴কলকাতা , বম্বে ও মাদ্রাজের হাইকোর্টের নাম পরিবর্তন করতে সংসদে নতুন বিল আনছে কেন্দ্র।
🔴এবার লালবাজারের মধ্যেই তৈরী হল ফরেনসিক ল্যাব।
🔴বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম হিসাবে মৃর্ত্যুর পর অঙ্গ দান করলেন দুর্গাপুরের মধুস্মিতা বাইন।
🔴আর্থিক সাহায্যের আর্জি নিয়ে আরব আমিরশাহির দ্বারস্থ হলেন ইমরান খান।
🔴ই-মেল্ প্রতারনার স্বীকার হলেন জার্মান কনসাল জেনারেল।
🔴ফিফা ফ্রেন্ডলি প্রতিযোগিতায় দুটি আলাদা আলাদা ম্যাচে জিতল বার্জিল ও আর্জেন্টিনা।
🔴শ্রীলংকাকে দ্বিতীয় টেস্টে হারাল ইংল্যান্ড।
🔴ক্লাসে পড়ুয়াদের উপর নজরদারি চালাতে আগামী শিক্ষাবর্ষ থেকে পড়ুয়াদের বিনামূল্যে ডায়েরি দেওয়ার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর।
🔴দীর্ঘ দিন টিকিয়ে রাখার জন্য ১০০ টাকার নোটের সামান্য পরিবর্র্তন করা হবে। তবে নোটের ডিজাইন একই থাকবে।