ভারতের জলবায়ু (অধ্যায় ৫.৪)
Published 21-04-26
214 Views
Md. Monjujul Alam
Geography Tutor
Dist : Murshidabad

ভারতের জলবায়ু

  1. ভারতের জলবায়ুর প্রকৃতি –

Ans. ক্রান্তীয় মৌসুমি জলবায়ু ।

  1. ভারতের প্রধান প্রধান ঋতু –

Ans. চারটি – গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও শীত ।

  1. কালবৈশাখী – 

গরমকালে পশ্চিমবঙ্গে বিকালে বা সন্ধ্যার দিকে প্রচন্ড বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত ।

  1. আসামে কালবৈশাখীর নাম –

Ans. বরদৈছিলা

  1. দক্ষিণ ভারতে কালবৈশাখীর নাম –

Ans. আম্রবৃষ্টি

  1. মৌসুমি নামের উৎপত্তি –

Ans. মৌসিন আরবি শব্দের অর্থ হল ঋতু ।

  1. মৌসুমি বিস্ফোরণ –

Ans. বর্ষার শুরুতে বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টিপাতের নাম ।

  1. পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান –

Ans. মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জির নিকট মৌসিনরাম ।

  1. ভারতের সর্বপ্রথম মৌসুমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল –

Ans. কেরালা (1 জুন)

  1. ভারতের বৃষ্টিচ্ছায় অঞ্চল –

Ans. (i) মেঘালয় রাজধানীর শিলং;

(ii) পশ্চিমঘাট পর্বতের পূর্বঢাল (ব্যাবচ্ছিন্ন) ।

  1. ভারতের শুষ্কতম স্থান –

Ans. রাজস্থানের বালান ।

  1. বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল –

Ans. (i) পাঞ্জাব হরিয়ানা,

(2) করমণ্ডল উপকূল ।

  1. ভারতের সর্বাপেক্ষা কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল –

Ans. জয়সলমির (বার্ষিক 12 cm)

  1. ভারতের উষ্ণতম স্থান –

Ans. ব্রিয়া ওয়ালি, বিকানির জেলা (রাজস্থান) 156°C

  1. ভারতের শীতলতম অঞ্চল –

Ans. জম্মু ও কাশ্মীরের লাদাখ ।

  1. ভারতের শুষ্কতম অঞ্চল –

Ans. রাজস্থানের জয়সলমির ।

  1. জলবায়ু –

Ans. কোনো স্থানের অনেক দিনের আবহাওয়ার গড়কে বলা হয় জলবায়ু ।

  1. উত্তর ভারতের জলবায়ু –

Ans. চরমভাবাপন্ন ।

  1. দক্ষিণ ভারতের জলবায়ু –

Ans. সমভাবাপন্ন ।

  1. ভারতের একটি স্থানীয় বায়ু –

Ans. লু ।

  1. আশ্বিনের ঝড়

Ans. শরৎকালে প্রত্যাবর্তনকারী শুস্ক মৌসুমি বায়ুর সঙ্গে আর্দ্র সামুদ্রিক বায়ুর সংঘর্ষের ফলে বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণবাত সৃষ্টি হয়ে পূর্ব উপকূলীয় রাজ্যগুলিতে প্রবল ঝড়বৃষ্টি হয় । এটি আশ্বিনের ঝড় নামে পরিচিত ।

  1. পশ্চিমি ঝঞ্জা

Ans. শীতকালে ভুমধ্যসাগর থেকে আগত মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাত একটানা কয়েকদিন ধরে উত্তর-পশ্চিম ভারতে মেঘলা আকাশ ও হালকা ঝড়বৃষ্টি ঘটায় । এটি পশ্চিমি ঝঞ্জা নামে পরিচিত ।

  1. হিমালয় পর্বতমালা ভারতের জলবায়ুকে কীভাবে নিয়ন্ত্রণ ও প্রভাবিত করে ?

Ans. হিমালয় পর্বতের নিয়ন্ত্রণ ও প্রভাব :-

(i) শীতের হাত থেকে রক্ষা :- হিমালয় পর্বতের অবস্থান ভারতীয় উপমহাদেশকে মধ্য এশিয়ার হাড় কাঁপানো শীতের হাত থেকে রক্ষা করে ।

(ii) প্রবল বৃষ্টিপাত :- হিমালয় পর্বতের অবস্থান দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু হিমালয়ের দক্ষিণ ঢালে বাধাপ্রাপ্ত হয়ে প্রবল বৃষ্টিপাত ঘটায় ।

  1. দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হল

Ans. মালনাদ ।

  1. কর্নাটকে আম্রবৃষ্টি

Ans. চেরি ব্লসম (Cheery Blossom) নামে পরিচিত ।

  1. এল নিনো –এর অর্থ

Ans. শিশু খ্রিস্ট ।

  1. ভারতের সর্বাধিক খরা প্রবন রাজ্য

Ans. রাজস্থান ।

  1. ভারতের বন্যাপ্রবণ অঞ্চল

Ans. উত্তর প্রদেশ ।

  1. আবহাওয়া

Ans. কোনো স্থানের বায়ুমণ্ডলের স্বল্পকালীন অবস্থাকে আবহাওয়া বলে ।

  1. কালবৈশাখীর অপর নাম

Ans. নরওয়েস্টার ।

  1. খরা

Ans. স্বল্প বৃষ্টিপাত জনিত কারণে পরিবেশে যে জলবায়ুগত পরিস্থিতির সৃষ্টি হয়, তাকে খরা বলে ।

  1. আঁধি

Ans. একটি তীব্র, ঝোড়ো, ধূলিপূর্ণ বায়ু ।

  1. ক্রান্তীয় জেট বায়ুর অপর নাম

Ans. পূবালি জেট ।

  1. ভারতকে বলা হয়

Ans. মৌসুমী বায়ুর বিচরণ ক্ষেত্র ।

  1. ভারতের মৌসুমি বায়ুর শাখা দুটি হল

Ans. (i) আরব সাগরীয় শাখা

(ii) বঙ্গোপসাগরীয় শাখা ।

  1. ভারতে বর্ষাকালের অপর নাম

Ans. দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমন কাল ।

  1. ভারতে শরৎকালের অপর নাম

Ans. দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন কাল ।

  1. স্থলবায়ু সমুদ্রবায়ুর বৃহৎ সংরক্ষণ বলা হয়

Ans. মৌসুমী বায়ু প্রবাহকে ।

  1. ঘূর্ণিঝড় বা সাইক্লোন

Ans. শরৎকালে উপকূলীয় অঞ্চলে যে ঘূর্ণবাত জনিত ঝড় হয়, তাকে ঘূর্ণিঝড় বা সাইক্লোন বলে ।

  1. শুস্ক অঞ্চল

Ans. যে সমস্ত অঞ্চলে 20 cm -এর কম বৃষ্টিপাত হয়, তাকে শুস্ক অঞ্চল বলে ।

  1. ভারতের জলবায়ুকে মৌসুমি বায়ু কীভাবে নিয়ন্ত্রণ করে ?

Ans. ভারতের জলবায়ুকে মৌসুমি বায়ু নানাভাবে নিয়ন্ত্রণ করে । যেমন –

(i) মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমনের ওপর নির্ভর করে ঋতু পরিবর্তন হয় ।

(ii) বর্ষাকালে দক্ষিণ-পশ্চিম দিক থেকে আগত আর্দ্র মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের বেশিরভাগ স্থানে বৃষ্টিপাত হয়, কিন্তু শরৎকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রত্যাগমনের সময় কেবলমাত্র তামিলনাড়ু উপকূলে বৃষ্টিপাত হয় ।

(iii) মৌসুমি বায়ুর খামখেয়ালি প্রকৃতির জন্য কোনো বছর প্রবল বা কোনো বছর স্বল্প বৃষ্টিপাত হয় । ফলে বন্যা বা খরা হয় ।

(iv) শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু শীতল স্থলভাগ থেকে ছুটে আসে বলে ভারতের জলবায়ু শীতল ও শুস্ক থাকে ।

(v) মৌসুমি বায়ুর আগমনে সারা দেশের গড় তাপমাত্রা 5°C – 10°C কমে যায় ।

  1. লু কাকে বলে ?

Ans. লু :- গ্রীষ্মকালে মে-জুন মাসে উত্তর-পশ্চিম ভারতের রাজস্থান, দিল্লি ও উত্তরপ্রদেশ, বিহারে তীব্র সূর্য কিরণের জন্য একপ্রকার উষ্ণ ও শুস্ক বায়ু দুপুরের পর পশ্চিম দিক থেকে শোঁ শোঁ শব্দ করে প্রচন্ড বেগে প্রবাহিত হয়, একে লু বলে । এটি একপ্রকার তাপ প্রবাহ উষ্ণতা 45°C – 50°C হয় । শরীরের তাপমাত্রা অত্যন্ত বেড়ে যায়, একে ‘লু-লাগা’ বলে । প্রতিবছর বহু মানুষ ও গবাদি পশু মারা যায় ।

  1. আঁধি কাকে বলে ?

Ans. আঁধি :- গ্রীষ্মকালে মে-জুন মাসে রাজস্থানের মরু সংলগ্ন অঞ্চলে বিকেলে যে প্রবল ধূলিঝড় সৃষ্টি হয়, তাকে স্থানীয় ভাষায় আঁধি বলে । এর গতিবেগ 50 – 60 কিমি/ঘন্টা । এতে মেঘ সৃষ্টি ও বৃষ্টি হয় না । প্রচুর ধুলো উড়ে । উষ্ণতা কমে ।

  1. মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ?

Ans. জুন মাসের প্রথম সপ্তাহে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বা গ্রীষ্মকালে মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা প্রচুর পরিমানে জলীয় বাস্প বহন করে এনে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে আছড়ে পড়ে হঠাৎ প্রচন্ডভাবে ঘনমেঘ, ধমকা বায়ুসহ বজ্রঝড় ও মুষলধারে বর্ষণের আবির্ভাব ঘটে, একে মৌসুমি বিস্ফোরণ বলে । পশ্চিমা জেট বায়ু উত্তরে সরে গিয়ে ক্রান্তীয় ভারতে পুবালি জেট শক্তিশালী হয়ে পড়লে এই ঘটনা ঘটে ।

  1. ভারতের জলবায়ুর বৈচিত্র্য আলোচনা কর

Ans. ভারত এক বিশাল দেশ । যার দক্ষিণ থেকে উত্তরে ব্যবধান বেশি । উপকূল থেকে পার্বত্য অঞ্চলে ভূমির উচ্চতার পার্থক্যও বেশি । এই সব কারণে ভারতে জলবায়ুর বৈচিত্র্যও অধিক । যেমন –

(i) উষ্ণতার বৈচিত্র্য :- ভারতের সর্বত্র উষ্ণতা সমান নয় । উপকূল অংশে সারাবছর সমভাবাপন্ন জলবায়ু দেখা যায় । মধ্য ভারতে সারাবছর চরমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে । আবার হিমালয় সংলগ্ন অঞ্চলে উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায় ।

(ii) বৃষ্টিপাতের বৈচিত্র্য :- ভারতে গড় বৃষ্টিপাত 100 – 1500 সেমি. হলেও রাজস্থানের গড় বৃষ্টিপাত 50 সেমির কম । আবার মেঘালয়ের মৌসিনরামে (ভারতে তথা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান) বৃষ্টির বার্ষিক পরিমান 1350 সেমি. |

(iii) বায়ুপ্রবাহের বৈচিত্র্য :- ভারতে মার্চ-আগস্ট মাসে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এবং সেপ্টেম্বর-অক্টোবর মাসে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয় । আবার ভারতে শুষ্ক ও উষ্ণ বায়ু লু, ধূলিঝড়, আঁধি, স্থানীয় বায়ু প্রবাহিত হয় ।

(iv) জলবায়ুর সামগ্রিক বৈচিত্র্য :- ভারতে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ও মেঘালয়ে নিরক্ষীয় জলবায়ু, জম্মু ও কাশ্মীরে শীতল জলবায়ু, রাজস্থানে মরু জলবায়ু ও পাঞ্জাব হরিয়ানাতে নাতিশীতোষ্ণ জুলবায়ু দেখা যায় ।

  1. সাময়িক বায়ু কাকে বলে ?

Ans. মৌসুমি একটি আরবি শব্দ মৌসিন থেকে এসেছে । যার অর্থ ঋতু। নির্দিষ্ট ঋতু বা সময়ে সময়ে এই বায়ু প্রবাহিত হয় । তাই একে ঋতু বায়ু বা সাময়িক বায়ু বলে । এই বায়ু ভারতের জলবায়ুকে বিভিন্নভাবে প্রভাবিত করে । যেমন – ঋতু নিযন্ত্রন ।

  1. জেট বায়ু প্রবাহ ভারতের জলবায়ুকে কীভাবে প্রভাবিত করে ?

Ans. ভুপৃষ্ট থেকে 9 – 12 কিমি. উচ্চতায় খুব শক্তিশালী এক বায়ুপ্রবাহ ঘটে । এই বায়ুপ্রবাহ আঁকাবাঁকা গতিপথে বা জেটপ্লেনের গতিপথে প্রবাহিত হয় । তাই একে জেট বায়ুপ্রবাহ বলে । এই জেট বায়ুপ্রবাহ ভারতের মৌসুমি বায়ু ও জলবায়ুকে প্রভাবিত করে । যেমন –

(i) গ্রীষ্মকালীন মৌসুমি বায়ুর সঙ্গে সম্পর্ক :-

গ্রীষ্মকালে ভারতের ওপর অবস্থানকারী উপক্রান্তীয় জেট বায়ু উত্তরে সরে যায় । আর তখনই ভারতে ক্রান্তীয় পূবালি বায়ুর আগমন ঘটে ও এর সঙ্গে মৌসুমি বায়ু আসে । ফলে ভারতে প্রবল মৌসুমি বৃষ্টিপাত (যা মৌসুমি বিস্ফোরণ নামে পরিচিত) শুরু হয় ।

(ii) শীতকালীন মৌসুমি বায়ুর সঙ্গে সম্পর্ক :-

শীতকালে ভারতে উপমহাদেশ অঞ্চলে উপক্রান্তীয় পশ্চিমি জেটবায়ু অবস্থানের কারণে এখানে উচ্চচাপ বিরাজ করে, ফলে উপমহাদেশ থেকে মৌসুমি বায়ু প্রত্যাগমন করে । অর্থাৎ মৌসুমি বায়ু আগমন ও প্রত্যাগমনের সঙ্গে জেটবায়ু আন্তঃসম্পর্ক যুক্ত ।

  1. ভারতের মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা কর

Ans. ভারতের মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য :-

(i) মৌসুমি বায়ু গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম এবং শীতকালে উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত হয় ।

(ii) ভারতে গ্রীষ্মকাল আর্দ্র ও শীতকালে শুষ্ক হয় ।

(iii) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে বর্ষাকালে সর্বাধিক পরিমান বৃষ্টি হয় । (90%)

(iv) উত্তর-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে শীতকাল শুষ্ক থাকে । তামিলনাড়ুর করমণ্ডল উপকূল ছাড়া আর অন্য কোথাও বৃষ্টি হয় না ।

(v) পশ্চিমি ঝঞ্জা এবং বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে কিছুটা বৃষ্টি হয় ।

(vi) ভারতের মৌসুমি বৃষ্টিপাত একটানা হয় না । মাঝে মাঝে বৃষ্টিপাতের বিরতি ঘটে ।

  1. ভারতের উল্লেখযোগ্য বায়ুপ্রবাহ ও তাদের আঞ্চলিক অবস্থান লেখ ?

Ans.

বায়ুপ্রবাহ কোথায় দেখা যায়
(i) আঁধি (Andhi) উত্তর পশ্চিম ভারত বিশেষত পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি ।
(ii) কালবৈশাখী (Norwester Blinding Storm) পশ্চিমবঙ্গ ও ওড়িশা কালবৈশাখী (Kala Baisakhis) অসম বরদৈছিলা (Bardolichheela)
(iii) আম্রবৃষ্টি (Mango Shorer) দক্ষিণ ভারত কেরালা ও কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ ।
(iv) কফিবৃষ্টি (Cherry Blossom) কর্ণাটক
(v) চা বৃষ্টি (Tea Shower) অসম
(vi) লু (Loo) উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, পাঞ্জাব ।
(vii) আশ্বিনের ঝড় (Strom Of Aswin) পশ্চিমবঙ্গের শরৎকাল
  1. আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য লেখ

Ans.

বিষয় আবহাওয়া জলবায়ু
(i) সংজ্ঞা কোনো নির্দিষ্ট স্থানের কোনো নির্দিষ্ট সময়ে বায়ুমণ্ডলের কতগুলি উপাদানের অবস্থাকে আবহাওয়া বলে । কোনো বিরাট অঞ্চলের 30-40 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে ।
(ii) সময় আবহাওয়া হল কোনো স্থানের বা দিনের বা কয়েক ঘন্টার অবস্থা । জলবায়ু হল বায়ুমণ্ডলের দীর্ঘকালীন অবস্থা ।
(iii) পরিবর্তন কোনো স্থানের আবহাওয়া প্রত্যেকদিনই পরিবর্তন হয় । জলবায়ু পরিবর্তন হয় ঋতুভেদে ।
(iv) স্থায়িত্ব আবহাওয়া ক্ষণস্থায়ী কোনো অঞ্চলের জলবায়ু বছরের পর বছর প্রায় একইরকম থাকে ।
(v) প্রভাব আবহাওয়া মানুষের দৈনন্দিন কাজে প্রভাব বিস্তার করে । জলবায়ু কোনো স্থানের মাটি, স্বাভাবিক উদ্ভিদ, প্রাণী ও মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান জীবনযাত্রার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে ।
1.5 2 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments