বায়ুর চাপবলয় ও বায়ুপ্রবাহ (অধ্যায় ২.৩)
Published 21-04-26
169 Views
Md. Monjujul Alam
Geography Tutor
Dist : Murshidabad

বায়ুর চাপবলয় ও বায়ুপ্রবাহ

  1. ‘The Doctor’ নামে পরিচিত বায়ুপ্রবাহ হারমাট্টান ।
  2. সমুদ্র পৃষ্ঠের বায়ুচাপ হল 1013.25 মিলিবার ।
  3. বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হাইগ্রোমিটার ।
  4. বানিজ্য বায়ু বলে আয়ন বায়ুকে ।
  5. সবচেয়ে বিধ্বংসী ঝড় টর্নেডো ।
  6. তুষার ভক্ষক বলা হয় চিনুক ।
  7. চিন সাগরের ঘুর্নবাতকে বলে – টাইফুন ।
  8. ক্যারিবিয়ান সাগরের ঘুর্নিঝড় হল হ্যারিকেন ।
  9. বায়ুর চাপ মাপার একক মিলিবার ।
  10. তীক্ষ্ণ চিৎকারকারী ষাট 60° দঃ অক্ষরেখা বরাবর তীক্ষ্ণ শব্দে প্রবাহিত পশ্চিমা বায়ুকে তীক্ষ্ণ চিৎকারকারী ষাট বলে ।
  11. অশ্ব অক্ষাংশ বলা হয় 35° উত্তর অক্ষাংশটিকে ।
  12. বঙ্গোপসাগরের ঝড়কে বলা হয় সাইক্লোন ।
  13. পূর্ব অস্ট্রেলিয়ার ঝড়কে বলা হয় উইলি – উইলি ।
  14. ভারত মহাসাগরের ঝড়কে বলা হয় সাইক্লোন ।
  15. হ্যাডলির কক্ষ – 0° – 30° অক্ষাংশ ।
  16. ফেরেল কক্ষ 30° – 60° অক্ষাংশ ।
  17. মেরু কক্ষ 60° – 90° অক্ষাংশ ।
  18. জেট বায়ু 15° – 35° অক্ষাংশ ।
  19. গর্জনশীল চল্লিশার নাম 40° দঃ অক্ষাংশ ।
  20. সাময়িক বায়ুকে বলা হয় মৌসুমি বায়ু ।
  21. স্থানীয় বায়ু বোরা, চিনুক, লু, আঁধি ।
  22. আকস্মিক বায়ু হ্যারিকেন ।
  23. রসবি তরঙ্গ 1930 খ্রিষ্টাব্দে সি. জি. রসবি আবিষ্কার করেন ।
  24. অক্লুসান নাতিশীতোষ্ণ ঘুর্নবাতের অন্তিম পর্যায় ।
  25. সাইক্লোন কথার অর্থ সাপের কুণ্ডলী ।
  26. অ্যাজোরস উচ্চচাপ উঃ আটলান্টিকের পুর্বাঞ্চলে উষ্ণমণ্ডলীয় প্রতীপ ঘূর্ণবাত ।
  27. ঘুর্নবাত প্রতীপ ঘুর্নবাতের মধ্যে পার্থক্য লেখ ?

উঃ – ঘুর্নবাত প্রতীপ ঘুর্নবাতের মধ্যে পার্থক্য

বিষয় ঘুর্নবাত প্রতীপ ঘূর্নবাত
i) কেন্দ্রের চাপ কেন্দ্রে থাকে নিম্নচাপ । কেন্দ্রে থাকে উচ্চচাপ ।
ii) গমনের দিক এর বায়ু ঊর্ধ্বগামী । এর বায়ু নিম্নগামী ।
iii) বাঁকের দিক উত্তর গোলার্ধে বাঁদিকে এবং দক্ষিন        গোলার্ধে ডানদিকে । উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিন গোলার্ধে বামদিকে ।
iv) গতিবেগ গতিবেগ খুব বেশি । গতিবেগ কম ।
v) মেঘাচ্ছন্নতা আকাশ মেঘাচ্ছন্ন থাকে । আকাশ মেঘমুক্ত থাকে ।
vi) বিস্তৃতি এর বিস্তৃতি কম । এর বিস্তৃতি বেশি ।
vii) সংঘটন ঋতু সাধারানত গ্রীষ্মকালে দেখা যায় । সাধারানত শীতকালে দেখা যায় ।
viii) প্রভাব স্থায়িত্ব বিধ্বংসী কিন্তু স্বল্প স্থায়ী । বিধ্বংসী নয় তবে দীর্ঘস্থায়ী ।

 

চিত্র :

  1. পার্বত্য বায়ু বা ক্যাটাবেটিক বায়ু উপত্যকা বায়ু বা অ্যানাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য লেখ ?

উঃ –

         বিষয়                  পার্বত্য বায়ু        উপত্যকা বায়ু
i)সংঞ্জা পার্বত্য শান্ত আবহাওয়া রাতের বেলায় পর্বতের চাল বেয়ে নিম্নগামী ঠাণ্ডা ও ভারী বায়ুকে পার্বত্য বায়ু বলে । পার্বত্য শান্ত আবহাওয়া দিনের বেলায় পর্বতের ঢাল বেয়ে ঊর্ধ্বগামী উষ্ণ ও হালকা বায়ুকে উপত্যকা বলে ।
ii) সময়কাল  সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত ।  সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ।
iii) প্রকৃতি  নিম্নগামী শীতল ও ভারী বায়ু ।  ঊর্ধ্বগামী উষ্ণ ও হালকা বায়ু ।
iv) গতিবেগ  বেশি ও ভোরে সর্বোচ্চ হয় ।  কম ও দুপুরে সর্বোচ্চ হয় ।
v) চিত্র

 

  1. বায়ুচাপের তারতম্যের নিয়ন্ত্রকগুলী কী ?

উঃ – বায়ুচাপের তারতম্যের জন্য দায়ী প্রধান পাঁচটি কারন হল

i) উচ্চতা :বায়ুর উচ্চতার সঙ্গে বায়ু চাপের ব্যাস্তানুপাতিক সম্পর্ক বিদ্যমান । সমুদ্রপৃষ্ঠ থেকে 274 – 300 মিটার উচ্চতা বৃদ্ধিতে 1 ইঞ্চি বা 34 মিলিবার হারে বায়ুচাপ হ্রাস পায় । এজন্য সমভূমির তুলনায় পর্বতের বায়ুচাপ কম ।

ii) উষ্ণতা : বায়ুর উষ্ণতার সঙ্গে বায়ু চাপের ব্যাস্তানুপাতিক সম্পর্ক আছে । উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমে এবং উষ্ণতা কমলে বায়ুচাপ বাড়ে ।

iii) জলীয় বাষ্প : বায়ুতে জলীয় বাষ্পের পরিমাপের সঙ্গে বায়ুচাপের বিপরীত সম্পর্ক দেখা যায় । আর্দ্র বায়ুর চাপ কম এবং শুষ্ক বায়ুর চাপ বেশি হয় ।

iv) পৃথিবীর আবর্তন : পৃথিবী নিজ অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্বদিকে সবসময় ঘুরছে । সেজন্য পৃথিবী পৃষ্ঠে সৃষ্ট ঘূর্ননজনিত বল ও মাধ্যাকর্ষণ শক্তির জন্য সৃষ্ট কেন্দ্রাতিক বল বায়ুমন্ডলের চাপকে প্রভাবিত করে ।

v) স্থলভাগ জলভাগ বণ্টন : জলভাগ ও স্থলভাগের তাপ গ্রহীতা শক্তির পার্থক্যের জন্য বায়ুচাপের তারতম্য হয় ।

  1. মৌসুমি বায়ুর সঙ্গে জেটবায়ুর সম্পর্ক লেখ ?

উঃ – মৌসুমি বায়ুর সঙ্গে জেটবায়ুর সম্পর্ক : মৌসুমি জলবায়ুর ওপর জেট বায়ুর অপরিসীম প্রভাব রয়েছে । মৌসুমি বায়ুপ্রবাহ, মৌসুমি জলবায়ু অঞ্চলের ঋতু পরিবর্তন, শীতকাল এবং গ্রীষ্মকালের স্থায়িত্ব ও তীব্রতা, বর্ষাকালীন বৃষ্টিপাত প্রভৃতি বিষয় জেট বায়ুর গতি প্রকৃতি ও অবস্থানের ওপর বহুলাংশে নির্ভর করে । এপ্রিল – মে মাসে দুই ধরনের জেট বায়ু মৌসুমি বায়ুপ্রবাহকে নিয়ন্ত্রন করে । যেমন –

i) ক্রান্তীয় পুবালি জেট বায়ু :– জুন মাসে পূর্বদিক থেকে এই প্রবাহটি চিনের দক্ষিন উপকুল থেকে শুরু করে 9 – 12 km উচ্চতায় পশ্চিমে প্রবাহিত হয়ে, 12° – 15° উঃ অক্ষাংশ বরাবর থাইল্যান্ড ও ভারতের ওপর দিয়ে প্রবাহিত হয়ে আফ্রিকা মহাদেশের সাহারা মরুভূমিতে গিয়ে শেষ হয় ।

ii) উপক্রান্তীয় পশ্চিমি জেট বায়ু : উত্তর ভারতে 20° থেকে 24° অক্ষাংশ বরাবর 9-12 km উচ্চতায় পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত এই জেট বায়ুটি অক্টোবর – নভেম্বর মাসে দক্ষিন – পশ্চিম মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনের পর ভারতের ওপর সক্রিয় হয় ।

  1. স্থানীয় বায়ু কাকে বলে ?

উঃ – বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর নির্দিষ্ট অঞ্চলে স্থানীয় কারনে স্বল্প পরিসর অঞ্চলে যেসব বায়ু প্রবাহিত হয়, তাদের স্থানীয় বায়ু বলে । এগুলি দুই ধরনের হয় – উষ্ণ ও শীতল ।

উষ্ণ স্থানীয় বায়ু :

  • ফন – আল্পস পর্বতমালা
  • চিনুক – প্রেইরি তৃণভূমি
  • খামসিন – মিশর ও আরব
  • হারমাট্টান –গিনি উপকূল
  • সিরক্কো – ইতালি
  • লেভেচ –স্পেন
  • সিমুম – সাহারা
  • লু – উত্তর-পূর্ব ভারত
  • আঁধি – রাজস্থান
  • সান্টানা – ক্যালিফরনিয়া

শীতল স্থানীয় বায়ু :

  • মিস্ট্রাল – ফ্রান্স
  • বোরা – ইটালি
  • পম্পেরো – পম্পাস
  • টাকু – আলাস্কা তৃণভূমি
  • জোন্ডা – আর্জেন্টিনা
  • বার্গ – দক্ষিণ আফ্রিকা
  • কারাবুরান – কাজাকিস্তান
  • ল্যাভেন্টার – স্পেন
  • পুগা – রাশিয়া
  1. জলবায়ুগত মরুদ্যান বলা হয় সুইজারল্যান্ডকে ।
  2. লু লাগা লু একপ্রকার তাপ প্রবাহ । উষ্ণতা 45°C – 50°C হয় । শরীরের তাপ অত্যন্ত বেড়ে যায়, একে লু লাগা বলে । এর প্রভাবে প্রতিবছর বহু মানুষ ও গবাদি পশু মারা যায় ।
  3. ঘূর্নবাতের চক্ষু ক্রান্তীয় শক্তিশালী ঘূর্নবাতের কেন্দ্র থেকে 10 – 20 km ব্যাসের বৃত্তাকৃতি অঞ্চলে ভূপৃষ্ঠে বায়ু গতিহীন, শান্ত এবং আকাশ মেঘ মুক্ত নির্মল ও বৃষ্টিহীন থাকে, একে ঘূর্নবাতের চক্ষু বলে ।
  4. বিশ্বের উল্লেখযোগ্য ক্রান্তীয় ঘূর্নবাত :
ঘূর্নবাত দেশ উৎপত্তিস্থল
টর্নেডো যুক্তরাষ্ট্র মেক্সিকো উপসাগর
টাইফুন চিন, জাপান দক্ষিন চিন সাগর
হ্যারিকেন ওয়েস্ট ইন্ডিজ ক্যারিবিয়ান সাগর
তাইফু জাপান, তাইওয়ান জাপান সাগর
ব্যাগুই ফিলিপাইন্স উত্তর ভারত মহাসাগর
উইলি উইলি অস্ট্রেলিয়া দক্ষিন – পশ্চিম প্রশান্ত মহাসাগর
সাইক্লোন ভারত, বাংলাদেশ বঙ্গোপসাগর, আরবসাগর

 

  1. চিত্রের সাহায্যে ভূপৃষ্ঠের বায়ুর চাপবলয় গুলির অবস্থান উৎপত্তির কারন বর্ননা কর ?

উঃ – বায়ুচাপের তারতম্য অনুসারে ভূপৃষ্ঠে 7 টি বায়ুচাপ বলয় দেখা যায় । এগুলি হল –

i) নিরক্ষীয় নিম্নচাপ বলয় :

   অবস্থান : নিরক্ষরেখার দুই পাশে 5° -10° অক্ষাংশের মাঝে অবস্থিত ।

উৎপত্তির কারন :

i) সারাবছর লম্বভাবে পর্যাপ্ত সূর্যকিরণের জন্য উষ্ণ বায়ু হালকা হয়ে ঊর্ধ্বমুখী হয় ।

ii) এখানে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি থাকায় জলীয় বাষ্পের পরিমান বৃদ্ধি পায় বলে বায়ু আর্দ্র ও হালকা হয় ।

iii) পৃথিবীর আবর্তনের প্রভাব এখানে সর্বাধিক হওয়ায় বায়ু প্রবাহ সর্বদা ঊর্ধ্বমুখী হয় ও অনুভূমিক প্রবাহ বোঝা যায় না । বায়ুমণ্ডলে সর্বদা শান্তভাবে বিরাজ করে তাই অঞ্চলটিকে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রামস বলে ।

ii) iii) কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় :

অবস্থান :– উভয় গোলার্ধে 25° – 35° উত্তর ও দক্ষিন অক্ষাংশে এই উচ্চচাপ বলয় দুটি সৃষ্টি হয়েছে ।

উৎপত্তির কারন :

i) নিরক্ষীয় অঞ্চল থেকে বিক্ষিপ্ত উষ্ণ ও আর্দ্র বায়ু 5 কিমি উচ্চতায় ক্রমশ প্রসারিত, শীতল ও ভারী হয়ে এই অঞ্চলে অবতারন করে ।

ii) দুই মেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে কোরিওলিস বলের প্রভাবে ঠাণ্ডা ও ভারী বায়ু বিক্ষিপ্ত হয়ে এই অঞ্চলে নেমে এসে বায়ুর পরিমাপ বৃদ্ধি পায়, ফলে বায়ুচাপ বেড়ে যায় ।

iii) iv) সুমেরু কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় :

অবস্থান : উত্তর ও দক্ষিণ গোলার্ধের 60° – 70° অক্ষাংশের মধ্যে এই নিম্নচাপ বলয় দেখা যায়।

উৎপত্তির কারন :

i) ক্রান্তীয় অঞ্চল অপেক্ষা এখানে কোরিওলিস বল অধিক হওয়ায় বায়ু বিক্ষিপ্ত হয় ।

ii) দুই মেরু অঞ্চল থেকে আগত শীতল শুষ্ক বায়ু এখানে পৌঁছে ক্রান্তীয় উষ্ণ বায়ুর সঙ্গে সংঘর্ষে ঊর্ধ্বমুখী হয় । ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ুপ্রবাহ থাকে না তাই একে মেরু বৃত্ত প্রদেশীয় শান্তবলয় বলা হয় ।

vi) vii) সুমেরু কুমেরু উচ্চচাপ বলয় :

অবস্থান : উত্তর ও দক্ষিণ গোলার্ধে 80° – 90° অক্ষাংশের এই উচ্চচাপ বলয় লক্ষ্য করা যায় ।

উৎপত্তির কারন :

i) সারাবছর মেরু অঞ্চলে তির্যক রশ্মির জন্য উষ্ণতা হিমাঙ্কের বহু নিচে থাকে । বায়ু অত্যন্ত শীতল ও ভারী হয় ।

ii) তির্যক সূর্যরশ্মি জমাটবদ্ধ সমুদ্রের জন্য বাষ্পীভবন হার খুব কম, ফলে বায়ু বাষ্পহীন শূস্ক ।

  1. বায়ুপ্রবাহ কাকে বলে ? একে কয়ভাগে ভাগ করা হয় কী কী ব্যাখ্যা কর ?

উঃ – বায়ুপ্রবাহ : ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরালে অর্থাৎ অনুভূমিক ভাবে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ুর চলাচলকে বায়ুপ্রবাহ বলে ।

শ্রেণিবিভাগ :উৎপত্তি, বৈশিষ্ট্য ও গতিপ্রকৃতি অনুসারে বায়ুপ্রবাহ চার প্রকার ।

যথা –    i) নিয়ত বায়ু

ii) সাময়িক বায়ু

iii) স্থানীয় বায়ু

iv) আকস্মিক বায়ু

i) নিয়ত বায়ু : স্থায়ী চাপবলয়গুলির সঙ্গে তাল রেখে যেসব বায়ু সারাবছর ধরে নিয়মিত ভাবে নির্দিষ্ট পথে নির্দিষ্ট দিকে ও গতিবেগে প্রবাহিত হয়, তাদের নিয়ত বায়ু বলে । এই বায়ুকে 3 ভাগে ভাগ করা হয় । যথা –

a) আয়ন বায়ু : কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ুকে আয়ন বায়ু বলে । এই বায়ুকে বানিজ্য বায়ু ও পুবালি বায়ু বলা হয় । দুই গোলার্ধে দুটি আয়ন বায়ু আছে । যথা – উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিনপূর্ব আয়ন বায়ু । ( 5° – 35° অক্ষাংশ)

b) পশ্চিমা বায়ু : কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ুকে পশ্চিমা বায়ু বলে । এই বায়ুকে দুই ভাগে ভাগ করা হয় ।

যথা- দক্ষিন – পশ্চিম পশ্চিমা বায়ু ও উত্তর – পশ্চিম পশ্চিমা বায়ু । ( 35° – 60° অক্ষাংশ)

দক্ষিন গোলার্ধে 40° – 60° অক্ষাংশে জলভাগের বিস্তার বেশি হওয়ায় উত্তর – পশ্চিম পশ্চিমা বায়ু বিনা বাধায় প্রবল বেগে তীক্ষ্ণ শব্দ করে প্রবাহিত হয় । একে সাহসী পশ্চিমা বায়ু বলে ।

এই বায়ু প্রবাহিত অক্ষরেখাগুলি বিভিন্ন নামে পরিচিত । 40° দক্ষিন অক্ষরেখা গর্জনশীল চল্লিশা, 50° দক্ষিন অক্ষরেখা ক্রোধোন্মত্ত পঞ্চাশ, 60° দক্ষিন অক্ষরেখা তীক্ষ্ণ চিৎকারকারী ষাট ।

c) মেরু বায়ু :– সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয় থেকে সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ুকে মেরু বায়ু বলে । ( 70° – 80° অক্ষাংশ)। এটি দুই প্রকারের । যেমন – উত্তর-পূর্ব মেরু বায়ু ও দক্ষিন পূর্ব মেরু বায়ু ।

ii) সাময়িক বায়ু :– দিন বা রাতের বিশেষ সময়ে কিংবা বছরের বিশেষ ঋতুতে বায়ুচাপের তারতম্যে যে বায়ু সাময়িকভাবে প্রবাহিত হয় তাকে সাময়িক বায়ু বলে। এই বায়ু পাঁচ প্রকারের হয়। যথা –

a) স্থলবায়ু : রাতের বেলায় উপকূল অঞ্চলে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে স্থলবায়ু বলে ।

b) সমুদ্র বায়ু :– দিনের বেলায় উপকূল অঞ্চলে জলভাগ থেকে স্থলভাগের দিকে যে শীতল সাময়িক বায়ু প্রবাহিত হয়, তাকে সমুদ্র বায়ু বলে ।

c) মৌসুমি বায়ু :– শীত ও গ্রীষ্ম ঋতুভেদে বিপরীত দিক থেকে সুবৃহৎ অঞ্চল জুড়ে নিয়মিতভাবে প্রবাহিত সাময়িক বায়ুকে মৌসুমি বায়ু বলে ।

d) পার্বত্য বায়ু :– পার্বত্য শান্ত আবহাওয়ায় রাতের বেলায় পর্বতের ঢাল বেয়ে নিম্নগামী ঠাণ্ডা ও ভারী বায়ুকে পার্বত্য বায়ু বলে ।

e) উপত্যকা বায়ু : পার্বত্য শান্ত আবহাওয়ায় দিনের বেলায় পর্বতের ঢাল বেয়ে ঊর্ধ্বগামী উষ্ণ ও হালকা বায়ুকে উপত্যকা বায়ু বলে ।

iii) স্থানীয় বায়ু : বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর নির্দিষ্ট অঞ্চলে স্থানীয় কারনে স্বল্প পরিসর অঞ্চলে যেসব বায়ু প্রবাহিত হয়, তাদের স্থানীয় বায়ু বলে । এইগুলি দুই ধরনের হয় – উষ্ণ ও শীতল ।

  • উষ্ণ স্থানীয় বায়ু :– ফন, চিনুক, খামসিন, হারমাট্টান, সিরোক্কো, লেভেচ, সিমুম, লু, আন্ধি, সান্টানা প্রভৃতি ।
  • শীতল স্থানীয় বায়ু : – মিস্ট্রোল, বোরা, পম্পেরো, টীকু, জোন্ডা, বার্গ, কারাবুরান, লাভেন্টার ও পুবা প্রভৃতি।

iv) আকস্মিক বায়ু : স্বল্প পরিসর এলাকার চাপের তারতম্যের জন্য অনিয়মিতভাবে হটাৎ যে বায়ু প্রবাহিত হয়, তাদের আকস্মিক বায়ু বলে । এগুলি দুই ধরনের । যথা –

a) ঘূর্নবাত :– ক্রান্তীয় ও নাতিশীতোস্ন মণ্ডলে নিম্নচাপ কক্ষকে বেষ্টন করে কুন্ডলীর মতো পাক খেয়ে কেন্দ্রমুখী ও ঊর্ধ্বগামী দ্রুত গতিসম্পন্ন উষ্ণ ঘুর্নি বায়ুপ্রবাহকে ঘূর্নবাত বলে । হেনরি পিডিংটন ঘূর্নবাত শব্দটির প্রচলন করেন ।

b) প্রতীপ ঘূর্নবাত :– শীতল নাতিশীতোষ্ণ ও হিমমন্ডলে উচ্চচাপকে কেন্দ্র করে কুন্ডলীর মতো পাক খেয়ে কেন্দ্র বহির্মুখী ও অধঃগামী ধীর গতিসম্পন্ন শীতল ও শুষ্ক বায়ুপ্রবাহকে প্রতীপ ঘূর্নবাত বলে । ফ্রান্সিস গলটন প্রথম শব্দটির প্রচলন করেন ।

38) জেট প্রবাহ কাকে বলে ? এর শ্রেনীবিভাগ কর ?

উঃ – জেট প্রবাহ :– যে দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট শক্তিশালী জিওট্রপিক বায়ু অতি দূরন্ত বেগে উচ্চ ট্রপোস্ফিয়ার 9 -12 km উচ্চতায় সমোষ্ণরেখা সমান্তরালে পশ্চিম-পূর্ব দিকে আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়, তাকে জেট বায়ু বা জেট স্টিম বলে । 1944 সালে আবহবিদ এম বেকন জেট বিমান চলাচলের সঙ্গে সম্পর্ক রেখে জেট প্রবাহ নামে অভিহিত করেন ।

বৈশিষ্ট :

i) প্রকৃতি :– জেট প্রবাহগুলি আঁকাবাঁকা দীর্ঘ তরঙ্গ যুক্ত ।

ii) বিস্তার :– প্রস্থ কয়েক শত কিমি, দৈর্ঘ্য কয়েক হাজার কিমি এবং বেগ 2-4 km হয় ।

iii) গতিবেগ :– গতিবেগে ঘণ্টায় 161-322 কিমি ।

iv) প্রবাহ : সমচাপ রেখার সমান্তরালে জিওট্রপিক বায়ু রূপে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয় । এটি ঊর্ধ্বাংশে পশ্চিমা বায়ুপ্রবাহ । আঁকাবাঁকা ঢেউ এর মতো প্রবাহ পথে অগ্রসর হয় । এই পথকে রসবিতরঙ্গ বলে ।

শ্রেণীবিভাগ :– অবস্থানের ভিত্তিতে জেটপ্রবাহকে তিনটি প্রধান শ্রেনিতে ভাগ করা হয় ।

যথা –

i) মেরুদেশীয় জেট :– 45° – 60° অক্ষাংশে সারা বছর ধরে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘন্টায় 250-300 কিমি বেগে এঁকেবেঁকে প্রবাহিত হয় । এটি সবচেয়ে শক্তিশালী ।

ii) উপক্রান্তীয় জেট :– 25° – 35° অক্ষাংশে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘণ্টায় 300-375 কিমি বেগে সারাবছর ধরে প্রবাহিত হয় ।

iii) ক্রান্তীয় জেট :– 15° – 20° অক্ষাংশে গ্রীষ্মকালে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘন্টায় 175-200 কিমি বেগে প্রবাহিত হয় । এটি পুবালি জেট । ভারত ও আফ্রিকা

0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments