বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
- বহির্জাত প্রক্রিয়াসমূহ – অবরোহণ, পর্যায়ান, জৈবিক প্রক্রিয়া ।
- অবরোহণ প্রক্রিয়ার পদ্ধতি সমূহ – আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন।
- অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ – জলপ্রপাত, গিরিখাত, ঝুলন্ত উপত্যকা, অপসারণ গর্ত, ইয়ার্দাঙ, জিউগেন ইত্যাদি ।
- আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ – প্লাবন ভূমি, স্বাভাবিক বাঁধ ।
- ভূমিরূপ পরিবর্তনকারী শক্তি গুলির মূল উৎস – সৌরশক্তি ।
- আরোহণ –যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নীচু অংশে সঞ্চিত হয়, তাকে বলা হয় আরোহণ ।
- নগ্নীভবন – আবহবিকার, পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ী ভবনকে একত্রে নগ্নীভবন বলে ।
- রেগোলিথ – আবহবিকারের ফলে সৃষ্ট শিথীল শিলাচূর্ণ গঠিত স্তরকে বলে রেগোলিথ ।
- ক্ষয়সীমা – ক্ষয়কারী শক্তিগুলি ভূপৃষ্ঠের নীচে যতটা পর্যন্ত ক্ষয় করতে পারে, তাকে বলে ক্ষয়সীমা ।
- বীচূর্ণীভবন – আবহবিকারের মাধ্যমে শিলার বিয়োজন ও ভাঙনকে বিচূর্ণীভবন বলে ।
- পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জ ক্ষয় – আবহবিকারজাত পদার্থ সমেত অন্যান পদার্থ সমূহ যখন ভূমির ঢাল বরাবর অভিকর্ষের টানে নীচের দিকে নেমে আসে, তখন তাকে পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জ ক্ষয় বলে ।
- বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য লেখ ।
উঃ – বৈশিষ্ট্য :- বহির্জাত প্রক্রিয়ার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে । যেমন –
i) বহির্জাত প্রক্রিয়া ভূপৃষ্ঠের ওপরে কাজ করে । ভূ-অভ্যন্তরে শিলার মধ্যে বহির্জাত প্রক্রিয়া কাজ করে না ।
ii) বহির্জাত প্রক্রিয়ার উৎস হল নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, তাপমাত্রা ও বৃষ্টিপাত ।
iii) এই প্রক্রিয়া ভূমি বরাবর বা অনুভূমিক ভাবে কাজ করে ।
iv) বহির্জাত প্রক্রিয়ার প্রভাবে ভূমিরূপ গঠিত হয়, যেমন – প্লাবনভূমি, পিরামিড চূড়া, সমুদ্র ভৃগু ইত্যাদি ।
- আবহবিকার সম্পর্কে আলোচনা করো ?
উঃ – আবহবিকার :- আবহাওয়ার বিভিন্ন উপাদান বিশেষত আর্দ্র ও উষ্ণতার প্রভাবে ভূপৃষ্ঠের ওপরে অবস্থিত শিলার নিজ জায়গায় ভাঙন বা বিয়োজনকে আবহবিকার বলে । আবহবিকার শিলাকে চূর্ণ-বিচূর্ণ ও বিয়োজিত করে বলে একে বিচূর্নীভবনও বলা হয় । আবহবিকার হল মাটি সৃষ্টির প্রধান উপায় । আবহবিকার ক্ষয়কে তরঙ্গায়িত করে । আবহবিকারের ফলে কিছু ভূমিরূপ গড়ে ওঠে, যেমন –
i) চুনাপাথর অঞ্চলে টেরারোসা নামে এক ধরণের লাল মাটি,
ii) পর্বতের শীতল পরিবেশে ফেলসেনমির নামের তীঘ্ন শিলাখন্ড ইত্যাদি ।
তিনটি পদ্ধতিতে আবহবিকার ঘটে, যেমন –
a) যান্ত্রিক আবহবিকার, b) রাসায়নিক আবহবিকার, c) জৈব আবহবিকার ।
a) যান্ত্রিক আবহবিকার – আর্দ্রতা ও উষ্ণতার প্রভাবে এবং শিলা দেহে চাপের তারতম্যের কারণে কোনো রাসায়নিক পরিবর্তন ছাড়া শিলার ভাঙনকে যান্ত্রিক আবহবিকার বলে ।
b) রাসায়নিক আবহবিকার – বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান যেমন – O2, CO2, জলীয় বাষ্প ও বিভিন্ন জৈব উপাদান শিলার খনিজের সঙ্গে বিক্রিয়া করে যে পদ্ধতিতে শিলার খনিজ গঠনকে ভঙ্গুর করে, সেই পদ্ধতিকে রাসায়নিক আবহবিকার বলে ।
c) জৈব আবহবিকার – জীব সম্প্রদায়ের সাহায্যে ও প্রভাবে যে আবহবিকার ঘটে, তাকে জৈব আবহবিকার বলে ।
- পর্যায়ন কাকে বলে ?
উঃ – পর্যায়ন :- নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ প্রভৃতি প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠে ভূমিরূপ তৈরি করার জন্য ক্ষয়, পরিবহন ও সঞ্চয়ের কাজে যে সমতা বা সামঞ্জস্য আনে, তাকে পর্যায়ন বলে । পর্যায়ন একটি সমগ্রহ কাজ । এই কাজের তিনটি অংশ আছে, যথা –
i) ক্ষয় করার কাজ বা ক্ষয়সাধন,
ii) ক্ষয়জাত পদার্থ সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ বা বহন কারার কাজ বা পরিবহন, এবং
iii) ক্ষয়জাত পদার্থ সরিয়ে নিয়ে কোথাও জমা করার কাজ বা সঞ্চয় সাধন ।
- ভৌগলিক K Gilbert (গিলবার্ট) 1876 প্রথম পর্যায়নের ধরনা দেন ।
- ক্ষয়সাধন কাকে বলে ?
উঃ – ক্ষয়সাধন :- নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ প্রভৃতি প্রাকৃতিক শক্তি যে কাজের দ্বারা ভূপৃষ্ঠের ওপরে কোনো উঁচু জায়গাকে সমতল ভূমিতে পরিণত করে, তাকে ক্ষয়সাধন বলে । ক্ষয়সাধন কে অবরোহনও বলা হয় । ক্ষয়সাধনের ফলে ভূ-পৃষ্ঠের ওপর কোনো স্থানের উচ্চতা কমে । ক্ষয়ের ফলে ভূমির ঢাল, নদীর ঢাল খাড়ায় হয় । নতুন ভূমিরূপ তৈরি হয় ।
যেমন – ‘V’ আকৃতির নদীখাত, ইয়র্দং ইত্যাদি ।
- সঞ্চয় সাধন কাকে বলে ?
উঃ – সঞ্চয় সাধন :- নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ প্রভৃতি প্রাকৃতিক শক্তি যে কাজের মাধ্যমে ভূপৃষ্ঠের নীচু অংশে ক্ষয়জাত পদার্থকে জমা করে, তাকে সঞ্চয় সাধন বলে । সঞ্চয় সাধনকে আরোহণ বা স্তূপীকরণও বলা হয় । ক্ষয়সাধনের বিপরীত কাজ হল সঞ্চয় সাধন । সঞ্চয়ের ফলে ভূপৃষ্ঠের ওপর কোনো স্থানের উচ্চতা বাড়ে ।
যেমন – প্লাবণভূমি, বদ্বীপ, বালিয়াড়ি ইত্যাদি ।
1.1. নদীর বিভিন্ন কাজের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
- পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল – ভেনেজুয়েলার অ্যাঞ্জেল ।
- ইংরেজি ‘I’ আকৃতির নদী উপত্যকাকে বলে – ক্যানিয়ন ।
- অগভীর ‘V’ আকৃতির উপত্যকাকে বলে – গিরিখাত ।
- মন্থকূপ সৃষ্টি হয় যার ক্ষয়কার্যের ফলে – নদীর ।
- পলল শঙ্কু দেখা যায় – পর্বতের পাদদেশে ।
- লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রায়াটি হল – দ্রবণ ক্ষয় ।
- অবতল পাড়ের দিকে নদী খাতের গভীর অংশ জলপূর্ন হলে তাকে বলে – পুল ।
- বহিঃধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে বলে – ব্যবচ্ছিন্ন সমভূমি ।
- কঠিন শিলাযুক্ত অঞ্চলে কম ঢালযুক্ত ছোটো ছোটো জলপ্রপাতকে বলে – র্যাপিড ।
- যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্টের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাকে বলে – বহির্জাত প্রক্রিয়া ।
- পার্বত্য প্রবাহে নদীর দুই পাশে যে সব সমান বা অসমান ধাপের মতো অল্প বিস্তৃত ভূ-ভাগের সৃষ্টি হয়, তাকে বলে – নদী মঞ্চ ।
- নিম্ন ভূমির উচ্চতা বৃদ্ধি পায় – আরোহণ প্রক্রিয়ায় ।
- পৃথিবীর একটি অদৃশ্য দ্বীপ হল – ঘোড়ামার ।
- পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় – মিসিসিপি মিসৌরি নদীর মোহনায় ।
- একটি ধনুকাকৃতি বদ্বীপের উদাহরণ হল – নীলনদের বদ্বীপ ।
- দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে – জলবিভাজিকা ।
- জলপ্রপাতের ঢাল বেশি হলে তাকে বলে – ক্যাটার্যাক্ট ।
- পৃথিবীর দীর্ঘতম নদী – নীলনদ ।
- পৃথিবীর বৃহত্তম নদী – আমাজন ।
- দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলে – দোয়াব ।
- রাইন নদীর বদ্বীপকে বলে – ক্ষারীয় বদ্বীপ ।
- পার্বত্য প্রবাহে নদীর বুকে সৃষ্টি গর্তকে বলা হয় – মন্থকূপ ।
- জল্প্রপাতের নীচের গর্তের নাম – প্লাঞ্চপুল ।
- আবহবিকারজাত বিচূর্ণভূত শিলার স্থানান্তরণকে বলে – ক্ষয়ীভবন ।
- ভূপৃষ্টের উচ্চভূমিভাগের উচ্চতা হ্রাসের প্রক্রিয়াকে বলে –অবরোহণ ।
- ভূমির ঢাল বরাবর আলগা মাটি ও শিলা খন্ডের স্থালনকে বলে – পুঞ্জিত ক্ষয় ।
- অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি হয় – নিম্ন গতিতে ।
- কিউসেক – একটি নদীর নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হয়, তাকে কিউসেক বলে ।
- কিউমেক – নদীর একটি নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনমিটার জল প্রবাহিত হয়, তাকে কিউমেক বলে ।
- কাসকেড – যখন কোনো জলপ্রপাতের জল অজস্র ধারায় বা সিঁড়ির মতো ধাপে ধাপে নীচের দিকে নামে, তাকে বা সেই জলপ্রপাতকে কাসকেড বলে ।
যেমন – ঝাড়খন্ডের জৌনা জলপ্রপাত ।
- গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখ ?
উঃ – গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য :-
বিষয় |
গিরিখাত |
ক্যানিয়ন |
i) সংজ্ঞা | উচ্চ পার্বত্য অঞ্চলে নদী উপত্যকা অত্যন্ত গভীর ও সংকীর্ণ হলে তাকে গিরিখাত বলে । | শুষ্ক অঞ্চলের গভীর ও সংকীর্ণ উপত্যকাকে ক্যানিয়ন বলে । |
ii) আকৃতি | ইংরেজি ‘I’ ও ‘V’ অক্ষরের মতো । | ইংরেজি ‘I’ অক্ষরের মতো । |
iii) অঞ্চল | অতি উচ্চ নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে গিরিখাত সৃষ্টি হয় । | মরুপ্রায় শুষ্ক পার্বত্য অঞ্চল বা উচ্চভূমিতে গড়ে ওঠে । |
iv) জলবায়ু | বৃষ্টি বহুল আর্দ্র জলবায়ুতে গড়ে ওঠে । | বৃষ্টি বিরল মরুপ্রায় জলবায়ুতে গড়ে ওঠে । |
v) প্রক্রিয়া | অবঘর্ষ ও ঘর্ষণ প্রক্রিয়ায় নিম্নক্ষয় ও জলপ্রবাহ দ্বারা পাড় ক্ষয় হয়ে গিরিখাত সৃষ্টি হয় । | শুষ্ক অঞ্চলে বৃষ্টির অভাবে চিরপ্রবাহী নদী উপত্যকার পার্শ্বক্ষয় ঘটে না । কিন্তু নিম্ন- ক্ষয় বেশি হয় বলে গভীরতা বেড়ে যায় । |
vi) উদাহরণ | দক্ষিণ আমেরিকার পেরুর এল ক্যানন দ্য কলকা পৃথিবীর গভীরতম গিরিখাত । | আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্রান্ড ক্যানিয়ন পৃথিবীর গভীরতম ক্যানিয়ন । |
- উচ্চগতি বা পার্বত্যপ্রবাহে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও ।
উঃ – উচ্চগতি বা পার্বত্যপ্রবাহে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি হল –
i) ‘V’ আকৃতির উপত্যকা :- নদীর অল্প-পার্শ্বক্ষয় ও গভীর নিম্নক্ষয়ের কারণে পার্বত্য প্রবাহে বা উচ্চগতিতে ইংরেজি ‘V’ অক্ষরের মতো যে সংকীর্ণ উপত্যকার সৃষ্টি হয়, তাকে ‘V’ আকৃতির উপত্যকা বলে । এটি নদীর ক্ষয়জাত ভূমিরূপ ।
যেমন – হিমালয়ের ব্রহ্মপুত্র, সিন্ধু; অলকাননন্দের ‘V’আকৃতির উপত্যকা ।
চিত্র – ‘V’ আকৃতির উপত্যকা
ii) গিরিখাত :- গিরিখাত একটি গভীর ও সংকীর্ণ ‘V’ আকৃতির উপত্যকা । বৃষ্টিবহুল আর্দ্র অঞ্চলে নদীখাতে পার্শ্বক্ষয়ের চেয়ে নিম্নক্ষয় বেশি হলে, গিরিখাত তৈরি হয় । গিরিখাতে কয়েকটি ছোট ছোট উপনদী এসে মিলিত হতে পারে ।
যেমন –গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্রের গিরিখাত ।
চিত্র – গিরিখাত
iii) ক্যানিয়ন :- কঠিন শিলায় গঠিত শুষ্ক পার্বত্য অঞ্চলে নদী প্রবাহিত হলে নদী অত্যন্ত সংকীর্ণ ও গভীর উপত্যকা গঠন করে । এই রূপ গিরিখাতকেই শুষ্ক অঞ্চলে ক্যানিয়ন বলে ।
যেমন – কলরাডো নদীর গ্রান্ড ক্যানিয়ন পৃথিবীর বিখ্যাত ক্যানিয়ন ।
চিত্র – ক্যানিয়ন
iv) শৃঙ্খলিত শৈলশিরা বা আবদ্ধ শৈলশিরা :- পার্বত্য অঞ্চলে হঠাৎ নদীর উচ্চগতিতে পাহাড় বা পর্বতের অভিক্ষিপ্তাংশগুলি বিপরীত দিক থেকে নদীখাতের দিকে ঢালু হয়ে পরস্পরের মুখোমুখি ঢুকে যায় ও আঁকাবাঁকা উপত্যকা তৈরি করে । একে শৃঙ্খলিত শৈলশিরা বলে । এখানে নদীখাত ‘V’ আকৃতির হয় । এগুলি কুমিরের দাঁতের মতো দেখতে লাগে ।
চিত্র – শৃঙ্খলিত শৈলশিরা
v) জলপ্রপাত :- নদীর প্রবাহ পথে নদীর শিলা পৃষ্টে আকস্মিক উলম্ব পাতনকে জলপ্রপাত বলে । এটি ক্ষয়জাত ভূমিরূপ । নদীর উচ্চগতিতে জলপ্রপাত তৈরি হয় ।
যেমন – নর্মদা নদীতে কপিলধারা জলপ্রপাত।
চিত্র – জলপ্রপাত
vi) মন্থকূপ :- পার্বত্য প্রবাহে নদীপথ অসমান থাকে । সুতরাং, অসমান নদীপথের জল পাক খেতে খেতে অগ্রসর হয় এবং সেই সঙ্গে জলবাহিত নুড়ি, প্রস্তর খন্ডগুলি নদীখাতে মন্থন কার্যের দ্বারা বৃত্তাকার গর্তের সৃষ্টি করে, এইরূপ গর্তকে মন্থকূপ বা পটহোল বলে ।
অসংখ্য পটহোল একসঙ্গে গড়ে উঠলে তাকে পটহোল কলোনি বলে ।
যেমন – সুবর্ণরেখা ।
চিত্র – মন্থকূপ
vii) প্রপাতকূপ :- জলপ্রপাতের পাদদেশে জলের আঘাতে ও নদীপ্রবাহে ক্ষয়ের ফলে যে কূপের মতো গর্তের সৃষ্টি হয়, তাকে প্রপাতকূপ বা প্লাঞ্চপুল বলে ।
যেমন- সুবর্ণরেখার ওপর হুড্রু জলপ্রপাতের নীচে প্রপাতকূপ দেখা যায়।
viii) খরস্রোত :- নদীর প্রবাহ পথে নদীতলে সিঁড়ির মতো পরস্পর একাধিক ধাপ থাকলে, ওই ধাপগুলিতে নদীর গতিবেগ বেড়ে যায়। নদীখাতের এই ধাপবিশিষ্ট অংশকে খরস্রোত বা র্যাপিড বলে।
যেমন – নর্মদা নদীতে অনেক খরস্রোত আছে ।
চিত্র – খরস্রোত
- নদীর সঞ্চয়কার্যে বা নিম্ন গতিতে গঠিত ভূমিরূপ গুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও ।
উঃ – নদীর সঞ্চয়কার্যের দ্বারা গঠিত ভূমিরূপগুলি হল –
i) মিয়েন্ডার :- নদী বাঁক হল ইংরেজি S আকৃতির বাঁক । মধ্য ও নিম্ন প্রবাহে নদী তার প্লাবণভূমির ওপর সাপের মতো আঁকাবাঁকা নদী বাঁক তৈরি করে । তুরস্কের মিয়েন্ডার নদীর নাম অনুসারে নদী বাঁককে মিয়েন্ডার বলে । কারণ মিয়েন্ডার নদীতে প্রচুর নদী বাঁক আছে ।
চিত্র – মিয়েন্ডার
ii) খাড়াপাড় :- নদী বাঁকের যে দিকের পাড় নদীর স্রোতের আঘাতে ভাঙে, সেই পাড় ভাঙার দিকে ঢুকে । সেই দিকের পাড়টিকে অবতল বা খাড়াপাড় বলে ।
iii) ঢালুপাড় :- নদী বাঁকের যে দিকের পাড় নদীর দিকে এগিয়ে যায়, সেই পাড়কে উত্তল বা ঢালু পাড় বলে ।
চিত্র – খাড়াপাড় ও ঢালুপাড়
iv) অশ্বক্ষুরাকৃতি হ্রদ :- অশ্বক্ষুরাকৃতি হ্রদ ক্ষয় ও সঞ্চয়কার্যের মিলিত ভূমিরূপ । নদী যদি খুব এঁকেবেঁকে প্রবাহিত হয় এবং খাড়াপাড় অংশে পার্শ্বক্ষয় এবং মৃদু ঢালু অংশে সঞ্চয় চলতে থাকে তাহলে এক সময় বাঁকের মধ্যবর্তী স্থান সংকীর্ণ হয়ে যুক্ত হয় এবং নদী সোজা পথে চলতে থাকে । এই অবস্থায় ওই পরিত্যক্ত বা বিচ্ছিন্ন অবশিষ্ট বাঁকটি তখন হ্রদের আকারে অবস্থান করে । এই ধরণের হ্রদ দেখতে ঘোড়ার ক্ষুরের মতো বলেই এটিকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে ।
যেমন – নদীয়া জেলার কল্যাণীর কাছে ভাগীরথী নদী গতি পরিবর্তন করার ফলে মথুরা বিল ও কুলিয়া বিল নামের দুটি অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি হয়েছে ।
চিত্র – অশ্বক্ষুরাকৃতি হ্রদ
v)প্লাবণভূমি :- নদীর নিম্ন ও মধ্য প্রবাহে নদী খাতের দুপাশে অবস্থিত পলিগঠিত সমতল ভূমি যতদূর পর্যন্ত বন্যায় জলমগ্ন হয় এবং বন্যার জলের সাথে বাহিত পলি যতদূর পর্যন্ত এলাকায় সঞ্চিত হয়, সেই নীচু সমতল ভূমিকে প্লাবণভূমি বলে ।
vi)স্বাভাবিক বাঁধ :- নদীর মধ্য ও নিম্ন প্রবাহের নদীর সমান্তরালে নদী খাতের দুপাশে পলি সঞ্চিত হয়ে যে দীর্ঘ শিরার মতো ভূমিরূপ গড়ে তোলে, তাকে স্বাভাবিক বাঁধ বা লিভি বলে ।
চিত্র – প্লাবণভূমি ও স্বাভাবিক বাঁধ
vii)খাঁড়ি :- নদী মোহনায় অবস্থিত, প্রসস্থ, জোয়ার-ভাঁটায় জল তলের পরিবর্তনশীল নদীখাত গুলিকে খাঁড়ি বলে ।
যেমন – দঃ 24 পরগণার সপ্তমুখী, জামিরা, মাতলা, গোসাবা নদীর খাঁড়ি ।
viii) বদ্বীপ :- নদীর নিম্ন গতিতে নদীর মোহনায় অবক্ষেপণের ফলে নদী যে মাত্রাহীন ‘ব’ বা গ্রিক অক্ষর ‘’ (ডেল্টা) -এর মতো সঞ্চয়জাত ভূমিরূপ গড়ে তোলে, তাকে বদ্বীপ বলে ।
যেমন – গঙ্গা, ব্রহ্মপুত্রের মিলিত বদ্বীপ ।
চিত্র – খাঁড়ি ও বদ্বীপ
1.2. হিমবাহ
- পৃথিবীর দীর্ঘতম ও বৃহত্তম মহাদেশীয় হিমবাহ – অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট হিমবাহ ।
- পৃথিবীর দ্রুততম হিমবাহ – গ্রীনল্যান্ডের জেকবসভ্যান (দিনে 42 – 46 মিটার) ।
- পৃথিবীর মন্থরতম হিমবাহ – অ্যান্টার্কটিকার মোসার্ভ (বছরে 3 – 4 মিটার) ।
- পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ – আলাস্কার হুবার্ট ।
- পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ – আলাস্কার মালাসপিনা ।
- ভারতের দীর্ঘতম ও বৃহত্তম হিমবাহ – সিয়াচেন (75.6 কিমি) ।
- পৃথিবীর গভীরতম ফিয়র্ড – নরওয়ের সোজনে ফিয়র্ড ।
- ভারতের দীর্ঘতম তথা বৃহত্তম হিমবাহ – কারাকোরাম পর্বতের সিয়াচেন ।
- উত্তর গোলার্ধের বৃহত্তম মহাদেশীয় হিমবাহ – গ্রীনল্যান্ডের স্টরস্ট্রম ।
- উত্তর গোলার্ধের দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ – গ্রীনল্যান্ডের পিটারম্যান ।
- বার্গস্রুন্দ – হিমবাহ ও পর্বত গাত্রের মাঝে সংকীর্ণ ফাঁককে বলে বার্গস্রুন্দ ।
- ভ্যালি ট্রেন – হিমবাহ থেকে নিঃসৃত জলস্রোতের মাধ্যমে হিমবাহ উপত্যকায় যে সমস্ত পলি সঞ্চিত হয় তাকে বলে ভ্যালি ট্রেন ।
- রসে মতানে – পার্বত্য হিমবাহ ক্ষয়ের ফলে একটি মাত্র শিলাখন্ডের ওপর গঠিত ঢিবির মতো আকৃতি বিশিষ্ট ভূমিরূপকে রসে মতানে বলে ।
- প্যার্টানওস্টার হ্রদ – হিমসিঁড়ির বেসিনের মতো অংশে সৃষ্ট হ্রদকে প্যার্টান ওস্টার হ্রদ বলে ।
- ভার্ব – কেটল হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত পলিকে ভার্ব বলে ।
- ফিয়র্ড – হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হওয়া আংশিক জলময় উপত্যকাকে ফিয়র্ড বলে ।
- বোল্ডার ক্লে বা টিল – হিমবাহের সঙ্গে প্রবাহিত পাথরখন্ড ও বালিসহ মিশ্র উপাদানকে একসঙ্গে বোল্ডার ক্লে বা টিল বলে ।
- প্রান্ত গ্রাবরেখা – হিমবাহ যেখানে এসে শেষ হয় অর্থাৎ গলে যায়, সেই অংশের গ্রাবরেখাকে প্রান্ত গ্রাবরেখা বলে ।
- সার্ক – করি হ্রদকে ফ্রান্সে সার্ক বলে ।
- আগামুক – হিমবাহের ক্ষয়কার্যের ফলে পর্বতের পাদদেশে বড়ো বড়ো প্রস্তরখন্ড সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠিত হয়, তাকে আগামুক বলে ।
- নুনাটক – উচ্চ অক্ষ্যাংশে অবস্থিত বরফমুক্ত পর্বতের শিখর দেশগুলিকে নুনাটক বলে ।
- লোব – পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে লোব বলে ।
- হিমরেখা – যে কাল্পনিক সীমারেখার ওপর সারাবছর বরফ জমে থাকে, তাকে হিমরেখা বলে ।
- ফার্ণ – জমাটবদ্ধ তুষার কণাকে ফার্ণ বলে ।
- ব্লো আউট – হিমবাহ জিভের মতো এগিয়ে গেলে তাকে ব্লো আউট বলে ।
- অর্ন্তবর্তী হিমযুগ – দুটি হিমযুগের মধ্যবর্তী সময় কালকে অর্ন্তবর্তী হিমযুগ বলে ।
- র্যান্ড ক্লাফট কী ?
উঃ – র্যান্ড ক্লাফট :- করি অংশের পিছনের মস্তক দেওয়াল ও হিমবাহের যে ফাঁক তা হল র্যান্ড ক্লাফট। হিমবাহের দেওয়াল অংশ তুলনামূলক উষ্ণ বলে হিমবাহ গলে ওই ফাঁক সৃষ্টি হয় ।
- হিমসিঁড়ি বা হিমসোপান কাকে বলে ?
উঃ – হিমসিঁড়ি :- অসম ক্ষয়কার্যের কারণে উপত্যকা বরাবর সিঁড়ি বা ধাপ সৃষ্টি হয় । এই ভূমিরূপ হল হিমসিঁড়ি বা হিমসোপান ।
- “Basket of Egg Topography” বলতে কী বোঝ ?
উঃ – এক সঙ্গে অসংখ্য ড্রামলিন একটা স্থানে গড়ে উঠলে তাকে ঝুড়ি ভরতি ডিমের মতো দেখায়, এই কারণে একে “Basket of Egg Topography” বলে ।
- কোন দেশকে “The Land of Fiords” বলা হয় ও কেন ?
উঃ – নরওয়েকে “The Land of Fiords” বলা হয় ।
কারণ নরওয়েতে অসংখ্য জলমগ্ন ফিয়র্ড দেখা যায় ।
- হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলির ব্যাখ্যা দাও ।
উঃ – হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি হল –
i) করি বা সার্ক : – উচ্চ পার্বত্য গাত্রে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হাতল যুক্ত চেয়ার বা অ্যাম্পিথিয়েটারের মতো আকৃতি বিশিষ্ট ভূমিরূপকে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও স্কটল্যান্ডে করি, ফ্রান্সে সার্ক, নরওয়েতে বন, ওয়েলেসে -এ কাম, জার্মানিতে কার, স্পেনে হয়ো, ক্যান্ডিনেভিয়াতে কেদল ও বৎন বলে । যথা -আর্ন্টাকটিকা ওয়ালকট সার্ক, বিশ্বের বৃহত্তম ও গভীরতম । করি বা সার্ক -এর তিনটে অংশ থাকে। যথা – a) পেছনে হেডওয়াল, b) মধ্যভাগে বেসিন, c) প্রান্তভাগে থ্রেসহোল্ড । করির মধ্যভাগে বেসিনে বরফগলা জল জমে হ্রদ সৃষ্টি হয় । একে করিহ্রদ বা টার্ন বলে ।
ii) অ্যারেট বা এরিট :– পাশপাশি অবস্থিত দুটি সার্কের মধ্যবর্তী উঁচু, খাড়া ও করাতের দাঁতের মতো খাঁজকাটা তীক্ষ্ণ প্রাচীরকে হিমশিরা বা অ্যারেট বা এরিট বলে ।
iii) পিরামিড চূড়া :– একটি পার্বত্যশৃঙ্গের দিকে তিন-চারটি সার্ক গঠিত হলে মধ্যবর্তী অংশে পিরামিডের মতো দেখতে খাড়া পার্বত চূড়াকে পিরামিড চূড়া বা হর্ণ বলে ।
যথা – সুইজারল্যান্ডে ম্যাটারহর্ণ, ভিসহর্ণ, হিমালয়ের নীলকন্ঠ, নেপালে মাকালু ।
iv) কর্তিত শৈলশিরা :– পার্বত্য উপত্যকার উভয়দিক থেকে নেমে আসা ও সম্মুখভাগ উল্লম্বভাগকে কাটা পর্বতের অভিক্ষিপ্তাংশকে কর্তিত শৈলশিরা বা পল কাটা বলে ।
চিত্র – কর্তিত শৈলশিরা
v) হিমদ্রোণী বা ‘U’ আকৃতির উপত্যকা :– হিমবাহের ক্ষয়কার্যের ফলে তলদেশ প্রশস্থ ও এবড়োখেবড়ো এবং পার্শবদেশ মসৃণ ও খাড়াই হয়ে ইংরেজি অক্ষর ‘U’ আকৃতি বিশিষ্ট যে উপত্যকা সৃষ্টি হয়, তাকে হিমদ্রোণী বা হিমসিঁড়ি বলে । বরফগলা সারিবদ্ধ হ্রদ গুলিকে প্যান্টার্নস্টার হ্রদ বলে ।
যথা – যুক্তরাষ্ট্রের ইয়সোমাইট উপত্যকা ।
চিত্র – U আকৃতির উপত্যকা
vi) ক্রাগ ও টেল :– হিমবাহ উপত্যকার মধ্যে বৃহৎ ও কঠিন শিলাস্তুপ নরম শিলাকে হিমবাহের ক্ষয় থেকে রক্ষা করে টিলার মতো উঁচু হয়ে থাকে । একে ক্রাগ বলে । পেছনে সরু ও মৃদু ঢালু ল্যাজের মতো দেখতে নরম শিলাকে টেল বলে । ল্যাজটি টিলার সঙ্গে 30-33 কোণে ঢাল সৃষ্টি করে । ল্যাজটি 2কিমি দীর্ঘ হয়।
যেমন – স্কটল্যান্ডের রজমল ক্রাগ ।
চিত্র – ক্রাগ ও টেল
vii) ঝুলন্ত উপত্যকা :- যখন একটি শাখা হিমবাহ দ্বারা গঠিত হিমদ্রোনী বা ‘U’ আকৃতির উপত্যকা প্রধান হিমবাহ গঠিত উপত্যকার ওপর ভাসমান অবস্থায় থাকে, তখন তাকে ঝুলন্ত উপত্যকা বলে ।
যেমন – ভারতের গাড়োয়াল হিমালয়ের বদ্রীনাথের কাছে নরপর্বত থেকে নীচের দিকে কুবের নামে এই রকম ঝুলন্ত উপত্যকা হিমবাহ দেখা যায় ।
চিত্র – ঝুলন্ত উপত্যকা
viii) রসে মতানে :– পার্বত্য হিমবাহের ক্ষয়ের ফলে একটি মাত্র শিলাখন্ডের ওপর গঠিত ঢিবির মতো আকৃতির ভূমিরূপকে রসে মতানে বলে ।
যেমন – কাশ্মীরের ঝিলাম নদীর উপত্যকাসহ অধিকাংশ হিমবাহ অধ্যুষিত অঞ্চলেই রসে মতানে দেখা যায় ।
চিত্র – রসে মতানে
ix) ফিয়র্ড :– হিমবাহের ক্ষয় কাজের ফলে সৃষ্টি হওয়া বর্তমানে আংশিক জলমগ্ন উপত্যকাকে ফিয়র্ড বলে ।
যেমন – ইউরোপ মহাদেশের স্কটল্যান্ড ও নরওয়ের সমুদ্র উপকূল ভাগে অসংখ্য ফিয়র্ড দেখা যায় ।
চিত্র – ফিয়র্ড
- হিমবাহের সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা কর ।
উঃ – হিমবাহের সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি হল –
গ্রাবরেখা :– পার্বত্য অঞ্চল দিয়ে হিমবাহ প্রবাহিত হওয়ার সময় ক্ষয় পাওয়া শিলাখন্ড, নুড়ি, কাঁকড়, বালি প্রভৃতি হিমবাহের সঙ্গে বাহিত হয়ে উপত্যকার বিভিন্ন অংশে সঞ্চিত হয় । সঞ্চিত এইসব শিলাস্তুপকে গ্রাবরেখা বলে ।
গ্রাবরেখার শ্রেণীবিভাগ :– অবস্থানের পরিপ্রেক্ষিতে গ্রাবরেখা নানান ধরণের হয় । যেমন –
a) পার্শ্বগ্রাবরেখা :- হিমবাহের প্রবাহপথের দু-পাশে শিলাস্তূপ প্রাচীরের মতো সঞ্চিত হলে তাকে পার্শ্বগ্রাবরেখা বলে ।
b) মধ্যগ্রাবরেখা :- দুটি হিমবাহ, দুই দিক থেকে এসে একসঙ্গে মিলিত হলে উভয়ের মধ্যবর্তী অংশে আর একটি গ্রাবরেখার সৃষ্টি হয় একে মধ্যগ্রাবরেখা বলে ।
চিত্র – গ্রাবরেখা
c) প্রান্তগ্রাবরেখা :- হিমবাহ যেখানে এসে শেষ হয় অর্থাৎ গলে যায়, সেই অংশের গ্রাবরেখাকে প্রান্ত গ্রাবরেখা বলে ।
- হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা কর ।
উঃ – হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি হল –
i) বহিঃধৌত সমভূমি বা Out Wash Plain :- পর্বতের পাদদেশবর্তী অঞ্চলে হিমবাহ ও জলধারার মিলিত কাজের ফলে যে সমভূমি গঠিত হয়, তাকে বহিঃধৌত সমভূমি বা Out Wash Plain বলে ।
ii) এস্কার :- হিমবাহের বহন করে আনা বিভিন্ন আকৃতির নুড়ি, পাথর, কাদা, বালি, মাটি প্রভৃতি পদার্থ জলস্রোতের দ্বারা পরিবাহিত হয়ে উচ্চ পার্বত্য অঞ্চলের পাদদেশবর্তী নিম্নভূমিতে সঞ্চিত হলে এক একটি দীর্ঘ, সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপ গঠিত হয় । এই ধরণের ভূমিরূপকে এস্কার বলে ।
iii) কেটল :- বহিঃধৌত সমভূমিতে নানারকম অবক্ষেপণের মধ্যে চাপা পড়া বিরাট বরফের চাঁই থেকে যায় । কালক্রমে বরফ গলে গলে অঞ্চলটি বেশ বড়ো আকারের গহ্বরের মতো অবস্থান করে, এই সমস্ত গহ্বরকে কেটল বলা হয় ।
চিত্র – বহিঃধৌত সমভূমি, এস্কার, কেটল
iv) ড্রামলিন :- হিমবাহের সঙ্গে বয়ে আসা বালি ও কাদার সঙ্গে বিভিন্ন আকৃতির নুড়ি-পাথর অবক্ষেপ হিসেবে সঞ্চিত হয়ে উল্টানো নৌকা বা আধখানা ডিম বা চামচের মতো আকৃতির যে ঢিলার মতো ভূমিরূপের সৃষ্টি হয়, তাকে ড্রামলিন বলে । এটি ‘ডিমের ঝুড়ি ভূমিরূপ’ নামে পরিচিত ।
চিত্র – ড্রামলিন
v) কেম :- হিমবাহ অধ্যুষিত পর্বতের পাদদেশে কোনো হ্রদ থাকলে সেখানে কাদা, বালি, কাঁকড় ইত্যাদি স্তূপাকারে সঞ্চিত হয়ে তিনকোণা বদ্বীপের মতো যে ভূমিরূপের সৃষ্টি হয়, তাকে কেম বলে ।
চিত্র – কেম
1.3. বায়ু
- পৃথিবীর বৃহত্তম অবসারণ গর্ত – মিশরের পশ্চিমে অবস্থিত কাতারা ।
- পৃথিবীর বৃহত্তম মরুভূমি – আফ্রিকার সাহারা ।
- মরু অঞ্চলের লবণাক্ত হ্রদ – প্লায়া ।
- বিস্তৃর্ণ অঞ্চলে বিস্তৃত বালির স্তূপ – বালিয়াড়ি ।
- মরু অঞ্চলের শুষ্ক নদী খাত – ওয়াদি ।
- পৃথিবীর শুষ্কতম মরুভূমি – চিলির আটাকামা মরুভূমি ।
- সাহারার বালুকাপূর্ণ মরুভূমি – আর্গ ।
- সাহারার প্রস্তরময় অমসৃণ মরুভূমি – হামাদা ।
- এশিয়ার বৃহত্তম মরুভূমি – গোবি ।
- আফ্রিকার মরু অঞ্চলে প্লায়া হ্রদকে বলে – শটস ।
- রাজস্থানের মরু অঞ্চলে প্লায়া হ্রদকে বলে – ধান্দ ।
- লোয়েস – বায়ু দ্বারা শুষ্ক পীত বালিকণা বহুদূর বাহিত হয়ে সঞ্চিত হলে তাকে বলে লোয়েস ।
- বার্খান – বায়ুর গতিপথে উলম্বভাবে অবস্থিত অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে বলে বার্খান ।
- ইনসেলবার্জ – প্রায় সমতল মরু অঞ্চলে বিক্ষিপ্ত ভাবে দাঁড়িয়ে থাকা কঠিন শিলা গঠিত টিলাকে বলে ইনসেলবার্জ ।
- ওয়াদি – শব্দের অর্থ – শুষ্ক নদীখাত ।
- সাহারা শব্দের অর্থ – জনশূন্য প্রান্তর ।
- মরুস্থালী শব্দের অর্থ – মৃতের দেশ।
- পেডি শব্দের অর্থ – পাদদেশ ।
- মন্ট শব্দের অর্থ – পাহাড় ।
- পেডিমেন্ট শব্দের অর্থ – পাহাড়ের প্রান্তদেশ ।
- মেসার শব্দের অর্থ – টেবিল ।
- রেগর – পাথুরে মরুভূমিকে আলজেরিয়ায় রেগর বলে ।
- শিফ শব্দের অর্থ – সোজা তরবারি ।
- ভেন্টিফ্যাক্ট শব্দের অর্থ – লাতিন Ventus শব্দের অর্থ বাতাস, Fact শব্দের অর্থ সৃষ্টি অর্থাৎ ভেন্টিফ্যাক্ট কথার অর্থ বায়ু প্রবাহের ফলে সৃষ্ট ।
- Dreikanter শব্দের অর্থ – জার্মানি শব্দ Dreikanter -এর অর্থ Three sided অর্থাৎ ত্রিপার্শ্ব অর্থাৎ তিন দিক থেকে সৃষ্ট ।
- বায়ু ক্ষয় সাধনের প্রক্রিয়া – অপসারণ, অবঘর্ষ ও ঘর্ষণ প্রক্রিয়া ।
- বায়ুর বহন কার্য প্রক্রিয়া – লম্ফদান, ভাসমান ও গড়ানো প্রক্রিয়া ।
- বায়ুর সঞ্চয় কার্য প্রক্রিয়া – অধঃক্ষেপন, উপলেপন ও অধিগ্রহণ প্রক্রিয়া ।
- পৃথিবীর বৃহত্তম বালুকাময় মরু অঞ্চল – সৌদি আরবের রুব-আল-খালি ।
- রেগ – কোণাকার শিলাখন্ড পূর্ণ ভূমি । এটি আলজেরিয়ায় দেখা যায় ।
- বার্খান শব্দের অর্থ – তুর্কি শব্দ ‘Barchan’ এর অর্থ ফিরগিজ, স্টেপ অঞ্চলের বালিয়াড়ি ।
- বোলসন – মেক্সিকোর মরুভূমি প্লায়া হ্রদকে বোলসন বলে ।
- স্যালিনা – অতিরিক্ত লবণাত্মক প্লায়াকে স্যালিনা বলে ।
- টেরিস – কেরালার মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় টেরিস বলে ।
- ক্যাসেল কপিজ – ইনসেলবার্জ ক্ষয় পেয়ে বোল্ডার রূপী ভূমিরূপ গঠন করে, তাকে ক্যাসেল কপিজ বলে ।
- বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বিবরণ দাও ।
উঃ – বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি হল –
i) অপসারণ গর্ত :- মরু ভূমিতে বায়ুপ্রবাহ দ্বারা শিথিল বালিকণা অপসারিত হয়ে স্থানটি ক্রমশ অবনমিত হয়ে যে ছোট বড়ো গর্ত বা খাত সৃষ্টি হয়, তাকে ব্লো আউট বা ডিফ্লেশন হোল বা অপসারণ গর্ত বলে ।
যেমন – থর মরুভূমিতে ধান্দ, মিশরে কাতারা (বিশ্বের বৃহত্তম) ।
চিত্র – অপসারণ গর্ত
ii) গৌর :- মরুভূমিতে বায়ুর অবঘর্ষ ক্ষয়ের ফলে ব্যাঙের ছাতার মতো দেখতে নিম্ন অংশ সরু ও ঊর্ধ্ব অংশ চওড়া শিলাস্তূপকে সাহারা মরুভূমিতে গৌর বা গারা, জামানিতে পিজ ফেলসেন, গ্রেট বেসিনে হুডু বলে । ব্যাঙের ছাতার মতো আকৃতির জন্য একে মাশরুম বলা হয় ।
চিত্র – গৌর
iii) জিউগেন :- অনুভূমিক ভাবে পর্যায়ক্রমে কঠিন ও কোমল শিলা গঠিত শিলাস্তূপকে অবঘর্ষ ক্ষয়ের ফলে কঠিন শিলা গঠিত চওড়া ও সমতল মাথা যুক্ত এবং নিম্নাংশ সরু টেবিলাকার প্রতিসম ভূমিরূপকে জিউগেন বলে ।
যেমন – সোনেরান ও মাজাভে মরুভূমিতে জিউগেন দেখা যায় ।
চিত্র – জিউগেন
iv) ইয়ার্দাং :- উলম্বভাবে পর্যায়ক্রমে কঠিন ও কোমল শিলা গঠিত শিলাস্তূপে অবঘর্ষ ক্ষয়ের ফলে কঠিন শিলা গঠিত স্বল্প উচ্চতা যুক্ত অপ্রতিসম শৈলশিরার মতো ভূমিরূপকে ইয়ার্দাং বলে ।
যেমন – সাহারা মরুভূমির টিবেষ্টি মালভূমিতে হারমাট্টান বায়ুপ্রবাহের সমান্তরালে বিশ্বের বৃহত্তম ইয়ার্দাং গড়ে উঠেছে । এছাড়াও তাকলামাকান, লুট (ইরান), খশ (আফগানিস্তান), মাজাভে মরুভূমিতে দেখা যায় । আর্থার হোমস ‘কককোম’ নাম দেন ।
চিত্র – ইয়ার্দাং
v) ইনসেলবার্জ :- জার্মান শব্দ ইনসেলবার্জ এর অর্থ দ্বীপ শৈল । মরু ক্ষয় চক্রের শেষ পর্যায়ে বৈচিত্র্যহীন পেডিপ্লেনের ওপর ক্ষয়কার্যের ফলে কঠিন শিলা গঠিত অনুচ্চ, খাড়া ঢাল গঠিত, মসৃণ গাত্র যুক্ত প্রায় গোলাকার ক্ষয়ীভূত পাহাড় বা টিলাকে ইনসেলবার্জ বলে ।
যেমন – বৃহৎ অস্টেলিয় মরুভূমিতে মাউন্ট ওলাগা । ভূতত্ত্ব বিদ এস পাসার্জ (1926 খ্রিঃ) এই মরুপাহাড়ের ইনসেলবার্জ নামকরণ করেন । এগুলি নদীর স্বাভাবিক ক্ষয় চক্রের পেডিপ্লেনের ওপর মোনাডনকের মতো । দীর্ঘকাল ধরে ক্ষয়ের ফলে ইনসেলবার্জ ক্ষয়প্রাপ্ত হয়ে ছোটো হলে তাকে টর বলে । ইনসেলবার্জ আরও ক্ষয় পেয়ে গম্বুজাকার ঢিবিতে পরিণত হলে তাকে বর্ণহার্ড বলে ।
উদাহরণ – আফ্রিকার কালাহারি ও বৃহৎ অস্ট্রেলীয় মরুভূমিতে ইনসেলবার্জ দেখা যায় ।
চিত্র – ইনসেলবার্জ
- বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বিবরণ দাও ।
উঃ – বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি হল –
i) বালিয়াড়ি :- বিস্তীর্ণ স্থান জুড়ে থাকা উঁচু ও দীর্ঘ বালির স্তূপকে বালিয়াড়ি বলে । মরুভূমি ছাড়া সমুদ্রোপকূলেও বালিয়াড়ি দেখা যায় ।
আকৃতি অনুসারে বালিয়াড়ি প্রধানত দুই ধরনের । যথা –
a) তীর্যক বালিয়াড়ি বা বার্খান :- বালিয়াড়ির একটি বিশেষ শ্রেণি হল বার্খান । ‘বার্খান’ একটি তুর্কি শব্দ, এর অর্থ হল কিরখিজ স্টেপস অঞ্চলের বালিয়াড়ি উষ্ণ মরুভূমি অঞ্চলে বায়ুপ্রবাহের পথে আড়াআড়ী ভাবে গঠিত বালির স্তূপ বা বালিয়াড়িকে বার্খান বলে ।
যেমন – যে কোনো উষ্ণ মরু অঞ্চলে অসংখ্য বার্খান দেখা যায় ।
চিত্র – বার্খান
b) সিফ বালিয়াড়ি :- বায়ুর গতিপ্রবাহের সঙ্গে সমান্তরাল ভাবে যে সমস্ত বালির স্তূপ গঠিত হয়, তাদের অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বলে । অনুদৈর্ঘ্য বালিয়াড়ির মধ্যে যেগুলি আকারে বেশ সংকীর্ণ কিন্তু খুব লম্বা তাদের সিফ বালিয়াড়ি বলে ।
চিত্র – সিফ বালিয়াড়ি
ii) লোয়েস সমভূমি :- ‘লোয়েস’ কথার অর্থ ‘স্থানচ্যুত বস্তু’ । 0.05 মিমি এর কম ব্যাসযুক্ত অতিসূক্ষ্ম বালিকণা বা মাটির কণা বায়ু দ্বারা পরিবাহিত হয়ে দূরবর্তী কোনো নীচু স্থানে সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে, তাকে লোয়েস সমভূমি বলে ।
উদাহরণ – মধ্য এশিয়ার গোবি মরুভূমি থেকে শীতকালীন উত্তর-পূর্ব মৌসুমী বায়ু বাহিত হয়ে বিপুল পরিমাণে বালি ও মাটি কণা উত্তর চিনের হোয়াং হো নদীর অববাহিকায় দীর্ঘদিন ধরে সঞ্চিত হয়ে সেখানে লোয়েস সমভূমির সৃষ্টি হয়েছে ।
চিত্র – লোয়েস সমভূমি
- মরুভূমিতে বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা কর ।
উঃ – মরুভূমিতে বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি হল –
i) ওয়াদি :- মরুভূমিতে বৃষ্টির জলধারার ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ছোটো ছোটো অনিত্যবহ ও ক্ষণস্থায়ী প্রকৃতির নদী বা শুষ্ক নদীখাতের সৃষ্টি হয়, তাকে ওয়াদি বলে । আরবি ভাষায় ওয়াদি শব্দের অর্থ হল শুষ্ক উপত্যকা ।
চিত্র – বায়ু ও জলধারার প্রভাবে তৈরি ভূমিরূপ
ii) পেডিমেন্ট :- ক্ষয় ও সঞ্চয় কাজের ফলে উন্মুক্ত শিলাস্তর এবং পলিস্তরে ঢাকা একটি ঢালু সমতল ভূমিতে পরিণত হয়, তখন তাকে পেডিমেন্ট বা পাদদেশীয় সমভূমি বলে ।
উদাহরণ – আফ্রিকার আটলাস পর্বতের পাদদেশে পেডিমেন্ট দেখা যায় ।
চিত্র – পেডিমেন্ট
iii) বাজাদা :- স্বল্পমেয়াদি প্রবল বর্ষণের প্রভাবে সৃষ্টি হওয়া অস্থায়ী জলধারার সঞ্চয় কাজের ফলে পর্বতের পাদদেশবর্তী নিম্নভূমি বা প্লায়া অঞ্চলে নুড়ি, বালি, কাদা, পলি সঞ্চয়ের ফলে যে প্রায় সমতল ভূমির সৃষ্টি হয়, তাকে বাজাদা বলে ।
উদাহরণ – সাহারা মরুভূমির আটলাস পর্বতের পাদদেশবর্তী অঞ্চলে বাজাদা ভূমিরূপ দেখা যায় ।
iv) প্লায়া হ্রদ :- প্রবল বায়ুপ্রবাহের ফলে মরুভূমির বালি অপসারিত হয়ে ছোটো বড়ো অনেক গর্তের সৃষ্টি হয় । এই গর্তগুলি যদি গভীর হয়ে ভূগর্ভের জলস্তরকে স্পর্শ করে, তাহলে ভূগর্ভস্থ জল জমা হয়ে সেখানে প্লায়া হ্রদের সৃষ্টি হয় ।
- নগ্নীভবনের সূত্রটি লেখ ।
উঃ – নগ্নীভবনের সূত্রটি হল – নগ্নীভবন ≠ অববাহিকার + পুঞ্জিত ক্ষয় + ক্ষয়ীভবন ।
- পর্যায়িত ভূমিরূপ কাকে বলে ?
উঃ – ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে কোনো ভূমিরূপের মধ্যে যখন সাম্য অবস্থা বিরাজ করে, তখন সেই ভূমিরূপকে পর্যায়িত ভূমিরূপ বলা হয় ।
- জলচক্রের প্রধান প্রক্রিয়াগুলি কী কী ?
উঃ – জলচক্রের প্রধান প্রক্রিয়াগুলি হল – বাষ্পীভবন, ঘনীভবন, অধঃক্ষেপণ, পৃষ্ঠপ্রবাহ, অনুশ্রাবণ ইত্যাদি ।
- নদী অববাহিকা কাকে বলে ?
উঃ – যে সুনির্দিষ্ট অঞ্চলের মধ্যে দিয়ে মূল নদী, তার শাখানদী ও উপনদী সহ প্রবাহিত হয়, তাকে বলা হয় নদী অববাহিকা ।
- নদীর ধারণ অববাহিকা বলতে কী বোঝ ?
উঃ – নদী অববাহিকার মধ্যে পার্বত্য বা উচ্চভূমি অংশে নদী যতটুকু অঞ্চল অধিকার করে আছে, তাকে বলা হয় নদীর ধারণ অববাহিকা ।
- ধারণ অববাহিকা নদীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন ?
উঃ – নদীর গতিবেগ ও ঢাল, নদীতে উপস্থিত পলির পরিমাণ ও তার গুণাগুণ, জলের পরিমাণ ইত্যাদি অনেকটাই নদীর ধারণ অববাহিকার চরিত্রের ওপর নির্ভরশীল । তাই ধারণ অববাহিকা নদীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ।
- নদী বর্তন কী ?
উঃ – নদীর জলের বেগ ও জলের পরিমাণ সারাবছর থাকে না । কখনো কম বা কখনো বেশি হয় । নদীর জলধারার এই পর্যায়ক্রমিক ও ঋতুভিত্তিক পরিবর্তনকেই নদী বর্তন বলে ।
- জলবিভাজিকা বলতে কী বোঝ ?
উঃ – যে উচ্চভূমি দুটি নদীর জলস্রোতকে দুপাশে বয়ে চলার ক্ষেত্রে বিভাজনের ভূমিকা নেয়, তাকে বলে জলবিভাজিকা। অর্থাৎ দুটি পাশাপাশি অবস্থিত নদী অববাহিকা যে উচ্চভূমির দ্বারা পৃথক হয়, তাকে জলবিভাজিকা বলে ।
উদাহরণ – ভারতের বিখ্যাত দুটি জলবিভাজিকা হল – হিমালয় পার্বত্য ভূমি এবং মধ্যভাগে বিন্ধ্যসাতপুরা পর্বত ।
- বিনুনী নদী কাকে বলে ?
উঃ – নদী প্রবাহপথে চড়া সৃষ্টি হলে নদীখাতের প্রস্থ অনেকটাই কমে যায় । ফলে নদীর জল একটা সরু খাতের মধ্যে দিয়ে অতিমাত্রায় এঁকেবেঁকে প্রবাহিত হতে বাধ্য হয় । এই ধরণের নদীর বাঁককে বিনুনীর সাথে তুলনা করে এই নদীকে বিনুনী নদী বলা হয় ।
- নদী প্রবাহের এককগুলি কী কী ?
উঃ – কিউসেক (FPS পদ্ধতি), কিউমেক (CGS পদ্ধতি) ।
- নদী ষষ্ঠঘাতের সূত্র কী ?
উঃ – নদীর গতিবেগের সঙ্গে বহণ ক্ষমতার সুনির্দিষ্ট সম্পর্ক আছে । দেখা গেছে নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহণ ক্ষমতা বাড়ে 64 গুণ বা 26 হারে, এটি হল ষষ্ঠঘাতের সূত্র । যার ব্যাখ্যা দেন 1842 খ্রিস্টাব্দে ডব্লু হপকিনস ।
- নদীমঞ্চ কাকে বলে ?
উঃ – সমভূমি প্রবাহে নদীর মধ্যগতিতে নদীর উভয় তীরে অনেক সময় একাধিক অসমান ধাপ বা মঞ্চ দেখা যায়, এদের নদীমঞ্চ বলা হয় ।
- সমপ্রায় ভূমি কাকে বলে ?
উঃ – বৃষ্টি বহুল আর্দ্র অঞ্চলে নদীর জলপ্রবাহ বৃষ্টির জল ও অন্যান্য প্রাকৃতিক শক্তির প্রবাহে প্রাচীন মালভূমি এবং উচ্চভূমি দীর্ঘদিন ধরে ক্ষয় পেতে পেতে এক সময় উঁচুনীচু ঢেউ খেলানো ভূমি বা সমতল ভূমিতে পরিণত হলে, তাদের সমপ্রায় ভূমি বলা হয় ।
- বদ্বীপের শ্রেণীবিভাগ করে ব্যাখ্যা দাও ।
উঃ – বেশির ভাগ বদ্বীপই ত্রিকোণাকৃতির, তবে আকৃতির বৈশিষ্ট্য অনুযায়ী বদ্বীপকে তিন ভাগে ভাগ করা হয়, যথা –
i) ধনুকাকৃতি বদ্বীপ :- মোহনার কাছে নদীবক্ষ ভরাট থাকার জন্য নদী বরাবর বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে পাশ কাটিয়ে মোহনার দিকে প্রবাহিত হয় । ফলে নদী যতই মোহনার দিকে যায়, ততই প্রবাহহীন নদীর সংখ্যা বাড়তে থাকে । এভাবে সৃষ্ট বদ্বীপ একটি বড়ো ত্রিভূজের আকার ধারণ করে, একে ত্রিভূজাকৃতির বদ্বীপ বলে । বদ্বীপটি ধনুকের মতো বাঁকা বা অর্ধবৃত্তাকারে বিস্তৃত হয়, একে ধনুকাকৃতি বদ্বীপ বলে ।
যেমন – নীলনদের বদ্বীপ ।
চিত্র – ধনুকাকৃতি বদ্বীপ
ii) তীক্ষ্ণাগ্র বদ্বীপ :- নদীর মোহনায় সঞ্চিত পলি, বালি প্রভৃতি পদার্থ গুলি দু’দিকে বিস্তৃত হলে বদ্বীপের সম্মুখ ভাগ তীক্ষ্ণ আকৃতি ধারণ করে, তাকে তীক্ষ্ণাগ্র বদ্বীপ বলে ।
যেমন – স্পেনের এব্রো নদীর বদ্বীপ ।
চিত্র –তীক্ষ্ণাগ্র বদ্বীপ
iii) পাখির পায়ের মতো বদ্বীপ :- মোহনার কাছে নদীর জলের ঘনত্ব সমুদ্রের জলের তুলনায় কম হলে এবং বদ্বীপ অঞ্চলে নদীর গতিবেগ বেশি থাকলে দ্রবীভূত পদার্থগুলি সমুদ্রের অনেক দূরে পৌঁছে থিতিয়ে পড়ে । নদীর সূক্ষ্ম পলি সমুদ্রের বেশি লবণাত্মক জলে আসা মাত্রই নদীর দুপাশে থিতিয়ে পড়ে সঞ্চিত হয় । শাখানদীর ক্ষেত্রেও এই ধরণের পলি সঞ্চয় হলে সমগ্র বদ্বীপটিকে পাখির পায়ের মতো দেখায়, একে পাখির মতো বদ্বীপ বলে ।
যেমন – মার্কিন যুক্ত রাষ্ট্রের মিসৌরী – মিসিসিপি নদীর বদ্বীপ ।
চিত্র – পাখির পায়ের মতো বদ্বীপ
- নিকপয়েন্ট কী ?
উঃ – ভূমির পুনযৌবন লাভের ফলে নদী উপত্যকার নতুন ঢাল ও পুরোনো ঢালের সংযোগস্থলে যে খাঁজ তৈরি হয়, তাকে নিকপয়েন্ট বলে । এই নিকপয়েন্টে জল তলের পার্থক্য সৃষ্টি হয় বলে সেখানে জলপ্রপাতের সৃষ্টি হয় ।
- হিমবাহকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী ?
উঃ – হিমবাহকে তিনটি ভাগে ভাগ করা যায় । যথা –
i) পার্বত্য বা উপত্যকা হিমবাহ
ii) মহাদেশীয় হিমবাহ
iii) পর্বতের পাদদেশীয় হিমবাহ ।
- ভ্যানিসিং আইল্যান্ড কাকে বলে ?
উঃ – ভূ-উষ্ণায়ন ও সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধির ফলে সুন্দরবনের তিনটি দ্বীপ (লোহাচোরা, নিউমুর ও বেডফোট বা ঘোড়ামারা) সম্পূর্ণ ডুবে গেছে এবং দশটি দ্বীপ নিশ্চিহ্ন হওয়ার মুখে । এদের ভ্যানিসিং আইল্যান্ড বলে ।
- নেভে কী ?
উঃ – সুউচ্চ পার্বত্য ও মেরু অঞ্চলে তুষারপাতের তুষার কণাগুলি একটি অন্যটির সঙ্গে পেঁজা তুলার মতো আলগাভাবে লেগে থাকে । এই সাদা রঙের আলগা তুষার কণাগুলিকে নেভে বলে ।
- ফিন কী ?
উঃ – তুষার কণাগুলি পরস্পরের সঙ্গে দৃঢ়ভাবে আটকে বৃহৎ কেলাসে পরিণত হয়, একে ফিন বলে ।
- হিমশৈল কাকে বলে ?
উঃ – মেরু অঞ্চলে সমুদ্রের জলে ভাসমান ও গতিশীল বিশালাকার বরফের স্তূপকে হিমশৈল বলে । এগুলি মিষ্টি জল দিয়ে তৈরি বিশালাকার বরফস্তূপ । হিমশৈল কেবল 1/10 অংশ ভাগ জলের ওপর দেখা যায় ।
- মগ্নচড়া কী ?
উঃ – নাতিশীতোষ্ণ সমুদ্রে উষ্ণ সমুদ্র স্রোতের সংস্পর্শে বরফ গলে গিয়ে সমুদ্র তলদেশে বরফের সঙ্গে আগত পলি, বালি, কাদা, নুড়ি, আগাছা ইত্যাদি সঞ্চিত হয়ে মগ্নচড়া সৃষ্টি হয়।
যথা – আটল্যান্টিক উপকূলে ডগার্স ব্যাঙ্ক, গ্রান্ট ব্যাঙ্ক (বৃহত্তম) ।
- আইস সেলফ কাকে বলে ?
উঃ – ভূমিভাগের সঙ্গে সংযুক্ত পুরু ও সমুদ্রে ভাসমান বরফের সোপানকে আইস সেলফ বলে ।
যেমন – আন্টার্কটিকার রস ও রনি আইস সেলফ ।
- নব কী ?
উঃ – হিমবাহ বাহিত নুড়ি, শিলাখন্ড প্রভৃতি জলপ্রবাহের সঙ্গে বাহিত হয়ে বহিঃধৌত সমভূমির ওপর টিলার আকারে অবস্থান করলে সেই টিলাগুলিকে নব বলে ।
- হোয়েল ব্যাক বা কুঁজ কাকে বলে ?
উঃ – পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে কোনো কোনো স্থানের চারিদিকে মসৃণ ও খাড়া ঢাল বিশিষ্ট ঢিবি দেখা যায় । একে হোয়েল ব্যাক বা কুঁজ বলে । স্কটল্যান্ডের হুয়াসাউন্ড অঞ্চলে এ ধরণের ভূমিরূপ দেখা যায় ।
- নদীর মোহনায় বদ্বীপ গঠনের অনুকূল ভৌগলিক অবস্থাগুলি উল্লেখ কর ।
উঃ – পৃথিবীর অধিকাংশ নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে । তবে সব মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না । নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল অবস্থাগুলি হল –
i) অধিক পরিবাহিত পদার্থ :- নদী যদি তার গতিপথ দিয়ে অধিক পরিমাণে পদার্থ বহন করে তবে তা সহজেই মোহনায় সঞ্চয়ের দ্বারা বদ্বীপ গড়ে তোলে।
উদাহরণ – গঙ্গা, ইয়াংসিকিয়াং প্রভৃতি নদীর বদ্বীপ এই কারণে গঠিত হয়েছে ।
ii) কম স্রোতবেগ :- নদীর মোহনায় নদীর স্রোত বেগ কম হলে সহজেই বদ্বীপ গড়ে ওঠে । কেননা, সেখানে পদার্থের অবক্ষেপণ হার বেশি ।
উদাহরণ – বঙ্গোপসাগরে গঙ্গার বদ্বীপ, মেক্সিকো উপসাগরে মিসিসিপির বদ্বীপ ।
iii) সুদীর্ঘ ও দীর্ঘ নিম্নপ্রবাহ :- নদীর গতিপথ সুদীর্ঘ হলে পরিবাহিত পদার্থ বেশি হয় । নিম্নপ্রবাহ দীর্ঘ হলে স্রোত কম হয় । ফলে মোহনায় পলি দ্রুত থিতিয়ে পড়ে ও বদ্বীপ সহজে গড়ে ওঠে ।
উদাহরণ – ভূমধ্যসাগরে নীলনদের অববাহিকা ।
iv) কম জোয়ারভাটার প্রকোপ :- নদীতে জোয়ার ভাটার প্রকোপ কম হলে সহজে পলি, বালি, কাদা অবক্ষেপিত হয়ে বদ্বীপ গঠিত হয় ।
উদাহরণ – ভলগা ও হোয়াং হো নদীর বদ্বীপ ।
v) নদী স্রোতের বিপরীতে বায়ুপ্রবাহ,
vi) সমুদ্র অগভীর হলে এবং
vii) নদীর মধ্যগতিতে উপনদীর সংখ্যা বেশি হলে বদ্বীপ গঠন খুব ভালোভাবে হয় ।
- মরুদ্যান কী ?
উঃ – অনেক সময় মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের বিরাট এলাকা জুড়ে বালি অপসারণের ফলে অবনমিত অংশের গভীরতা ভূগর্ভের জলস্তর পর্যন্ত পৌঁছে যায় । এর ফলে সেখানে তখন সহজেই জলের সন্ধান পাওয়া যায় এবং নানা ধরণের গাছ জন্মায় । এভাবে ধুধু মরুভূমির মাঝখানে গাছপালার ঢাকা যে সবুজ ভূমিটি গড়ে ওঠে তাকে মরুদ্যান বলা হয় ।
- ভেন্টিফ্যাক্ট ও ড্রেইকান্টার কী ?
উঃ – ভেন্টিফ্যাক্ট :- একদিক থেকে বায়ুপ্রবাহের জন্য বায়ু বাহিত বালিকণা অবঘর্ষ প্রক্রিয়ায় শিলাখন্ডকে ক্ষয় করে । এভাবে বায়ুপ্রবাহের দিকটি মসৃণ ও ধারালো এবং বাকি দিকগুলি অমসৃণ বা এবড়ো খেবড়ো হয়ে উঠলে তাকে ভেন্টিফ্যাক্ট বলে ।
উঃ – ড্রেইকান্টার :- বিভিন্ন দিক থেকে বায়ুপ্রবাহের জন্য বায়ুবাহিত বালিকণা অবঘর্ষ প্রক্রিয়ায় শিলাখন্ডের তিন দিককে মসৃণ করে তোলে এরূপ শিলাখন্ডকে ড্রেইকান্টার বলা হয় ।
- গাসি কাকে বলে ?
উঃ – শিফ বালিয়াড়িগুলি একে ওপরের সমান্তরালে গড়ে ওঠে । দুটি শিফ বালিয়াড়ির মাঝখানের অংশকে করিডর বলে । এসব করিডর গুলি বালিবিহীন বা রেগ দ্বারা বিচ্ছিন্ন থাকে । এসব করিডর গুলিকে সাহারায় গাসি বলে । মরুভূমিতে এগুলি যাতায়াতের পথ হিসেবে ব্যবহৃত হয় ।
- আর্গ কাকে বলে ?
উঃ – মরুভূমিতে কেবলমাত্র বালি দ্বারা গঠিত সমতল অঞ্চলকে আর্গ বলে । যেখানে বায়ু অধিক ক্রিয়াশীল সেখানে বালির পরিমাণ বেশি ।
- ডেজার্ট পেভমেন্ট কী ?
উঃ – মরু অঞ্চলে ভূপৃষ্ঠে ঘনভাবে অবস্থিত গোলাকার শিলা নুড়ি এবং কোনাকার শিলাখন্ড দিয়ে গঠিত ভূমিরূপকে ডেজার্ট পেভমেন্ট বা ডেজার্ট ফ্লোর বলে । দীর্ঘদিন ধরে বায়ুর অপসারণ প্রক্রিয়ায় বালি অপসারিত হলে ডেজার্ট পেভমেন্ট গঠিত হয় । এই জাতীয় ভূমিরূপকে পশ্চিম সাহারায় রেগ, পূর্ব সাহারায় সেরীর, মধ্য এশিয়ায় সাই এবং অস্ট্রেলিয়ায় গিবার বলে ।
- অ্যাডোভ কী ?
উঃ – উত্তর আমেরিকায় মিসিসিপি মিসৌরি নদীর উপত্যকায় লোয়েস সঞ্চয় দেখা যায় । বিজ্ঞানীরা মনে করেন, প্লিষ্ঠসিন যুগে হিমবাহ গঠিত গ্রাবরেখা ও বহিঃধৌত সমভূমির সূক্ষ্ম পলি উড়ে এসে এমন লোয়েস ভূমি গঠন করেছে । এই লোয়েস উত্তর আমেরিকায় অ্যাডোভ নামে পরিচিত ।
- মরু অঞ্চলের প্রসারণের কারণসমূহ ও প্রতিরোধের উপায় উল্লেখ কর ।
উঃ – যে প্রক্রিয়ার দ্বারা উৎপাদনশীল ভূমি ক্রমশ সম্পূর্ণভাবে উৎপাদনে অক্ষম অনুর্বর মরুভূমিতে পরিণত হয়, তাকে মরুকরণ বা মরু অঞ্চলের সম্প্রসারণ বলা হয়।
প্রসারণের কারণ :-
i) বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং হল মরুভূমি অঞ্চলের প্রসারণের প্রধান কারণ ।
ii) পৃথিবীতে green house গ্যাস বেড়ে যাওয়া,
iii) অত্যধিক উষ্ণতা ও অত্যন্ত কম পরিমাণে বৃষ্টিপাত,
iv) বিশ্ব উষ্ণায়নের জন্য জলাশয় দ্রুত শুকিয়ে যাওয়া,
v) নির্বিচারে গাছ কাটা, পশুচারণ, বনভূমি ধ্বংস করা,
vi) অবৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস করা,
vii) অতিরিক্ত জলসেচের ফলে মাটি লবণাক্ত হয়ে যাওয়া প্রভৃতি নানা মনুষ্যসৃষ্ট কারণে মরু সম্প্রসারণ হয় ।
প্রতিরোধের উপায় :-
i) বৃক্ষ রোপন করা এবং শুষ্ক অঞ্চলের মরুদ্যানের কৃষিক্ষেত্র গুলিকে বাঁচানোর জন্য চারপাশে গাছ লাগানো বা তৃণবলয় তৈরি করা ।
ii) মাটিতে শুঁটি জাতীয় উদ্ভিদ চাষ করা ।
iii) একই জমিতে ঘুরিয়ে ঘুরিয়ে পর্যায়ক্রমে বিভিন্ন ফসলের চাষ করা এবং মিশ্র কৃষির মাধ্যমে চাষবাস করা ।
iv) শুষ্ক অঞ্চলে কৃত্রিমভাবে জলাধার নির্মাণ করা,
v) নির্দিষ্ট জলনির্গমণ প্রণালী নির্মাণ করা প্রভৃতি ।