কারেন্ট অ্যাফেয়ার্স ৫ই ডিসেম্বর
দেশ
🔴 বাবরি মসজিদের ধংসের ২৬ বর্ষপূর্তিতে কড়া নিরাপত্তা রয়েছে অযোধ্যায়।
🔴 চলতি শীতে দূরপাল্লার ট্রেনে প্রস্তাবিত ‘ত্রিনেত্র’ ব্যবহার না হওয়ায় যাত্রীদের ভোগান্তির আশঙ্কা থেকে গেল।
রাজ্য
🔴 এক ধাক্কায় দ্বিগুনেরও বেশি হল কলেজের অডিট ফি এর খরচ।
🔴 গ্রাম ও জেলা হাসপাতালে দু বছরে রোগী বাড়ল দু কোটি।
বিদেশ
🔴 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল ইরান।
🔴 জনগনের টাকা ১০০ শতাংশ ফেরত দেওয়ার প্রস্তাব দিলেন বিজয় মালিয়া।
খেলাধুলা
🔴 যোগ্য মহিলা অনুশীলন সঙ্গী না থাকার জন্য পুরুষ অনুশীলন সঙ্গী চান ভারতীয় মহিলা বক্সার মেরি কম।
🔴 আইএসএলে ড্র হল বেঙ্গালুরু এফ সি বনাম নর্থইস্ট ইউনাইটেড এর ম্যাচ।
বিবিধ
🔴 ফোবর্সের বিত্তশালী ভারতীয় তারকাদের তালিকায় শীর্ষে রয়েছেন সালমন খান।
🔴 দুবাইতে আটক হলেন গায়ক মিকা সিং।