কারেন্ট অ্যাফেয়ার্স ২৭শে নভেম্বর
দেশ
🔴 শতাব্দী এক্সপ্রেসের বিকল্প হিসাবে উচ্চগতি সম্পন্ন ‘ট্রেন-১৮’ নিয়ে আসছে রেলদপ্তর।
🔴 কর্তারপুরকে ঘিরে দু’দেশের সম্পর্কের উন্নতি হতে পারে বলে আশা করেন সিধু।
রাজ্য
🔴 চিকিৎসা, চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য রাজ্যের ৭১ জন চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট, টেকনোলজিস্ট ও চতুর্থ শ্রেণীর কর্মীকে পুরস্কৃত করল প্রোগ্রেসিভ ডক্টর্স অ্যাসোসিয়েশন (পিডিএ) .
🔴 সমগ্র শিক্ষা নিয়ে কেন্দ্রের নতুন গাইডলাইন অনুসারে অনেকটা পিছিয়ে রয়েছে রাজ্য।
বিদেশ
🔴 বাংলাদেশের হাইকোর্টের রায় অনুসারে ভোট লড়তে পারবেন না খালেদা জিয়া।
🔴 সার্ক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাতে যাচ্ছে পাকিস্তান।
খেলাধুলা
🔴 ভারতীয় মহিলা বক্সার মেরি কমের সাফল্যই হল বাংলার তারকা অ্যাথলিট স্বপ্না বর্মণের অনুপ্রেরণা।
🔴 আইএসএলে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামছে এটিকে।
বিবিধ
🔴 আদিবাসীদের জীবনের মানোন্নয়নে দেড় কোটি টাকা বরাদ্দ করল পশ্চিমবঙ্গ সরকার।
🔴 জুনিয়র ডার্বিতে জয় পেল মোহন বাগান।