কারেন্ট অ্যাফেয়ার্স ২৬শে নভেম্বর
দেশ
🔴 অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের মাত্রা পাওয়া যাওয়ায় ভারতে কয়েকশ টন মধু ফেরত পাঠাল ইউরোপ-আমেরিকার আমদানিকারক দেশগুলি।
🔴 স্কুলপড়ুয়াদের চাপ কমাতে হোমটাস্ক দেওয়া বন্ধ হল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের।
রাজ্য
🔴 রথযাত্রার সময় পশ্চিমবঙ্গে মোদির চারটি সভা করাতে চায় বিজেপি সংগঠন।
🔴 গত আট মাসে রূপশ্রীতে উপকৃত হয়েছেন রাজ্যের ৯২ হাজারের বেশি মেয়ে, বললেন নারী, শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী ডাঃ শশী পাঁজা।
বিদেশ
🔴 পড়ুয়াদের মধ্যে পর্নোগ্রাফি দেখার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় ইন্দোনেশিয়ার কিউরি বারো গ্রামে ওয়াইফাই পরিষেবা বন্ধ করতে নির্দেশ দেওয়া হল।
🔴 আফগানিস্তানে পুলিস কনভয়ে তালিবান হামলায় ২২ জন নিহত হয়েছেন।
খেলাধুলা
🔴 ২৭ ডিসেম্বর আবু ধাবিতে ওমানের বিরুদ্ধে খেলবে ভারতীয় ফুটবল দল।
🔴 আইএসএলে বয়স ভাঁড়িয়ে খেলার অপরাধে জামশেদপুর এফসি’র ফুটবলার গৌরব মুখীকে ছ’মাসের জন্য সাসপেন্ড করল এআইএফএফের শৃঙ্খলারক্ষাকারী কমিটি।
বিবিধ
🔴 ১৬ বছর পর কলকাতায় আয়োজিত হবে ডেভিস কাপ।
🔴 মঙ্গলবার ভুবনেশ্বরে আয়োজিত হবে হকি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।