কারেন্ট অ্যাফেয়ার্স ২৫শে নভেম্বর
দেশ
🔴 অযোধ্যায় ২২১ মিটার উঁচু রামের মূর্তি গড়ার কথা ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার।
🔴 আইনকে ঢাল করে কালো টাকার হিসাব দিল না প্রধানমন্ত্রীর দপ্তর।
রাজ্য
🔴 রামমন্দির ইস্যুতে চলতি বছরের ডিসেম্বর মাসে রাজ্যের ১৯ জেলায় হিন্দু সম্মেলনের আয়োজন করেছে বিশ্ব হিন্দু পরিষদ।
🔴 রাজ্যের ২৮৫টি ব্লকে কৃষিমেলার আয়োজন করছে রাজ্য সরকার।
বিদেশ
🔴 উগান্ডার লেক ভিক্টোরিয়ায় প্রমোদতরী ডুবে যাওয়ায় ২২ অভিযাত্রীর মৃত্যু হয়েছে।
🔴 তানজানিয়ায় জঙ্গি হামলায় মহিলা ও শিশু সহ ১২ জনের মৃত্যু হয়েছে।
খেলাধুলা
🔴 পরের বিশ্বকাপে দীপার কাছে সোনা চান তার কোচ বিশ্বেশ্বর নন্দী।
🔴 যুবভারতীয় ক্রীড়াঙ্গনে চার্চিল ব্রাদার্সের কাছে ০-৩ গোলে চূর্ণ হল মোহনবাগান।
বিবিধ
🔴 অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর বাড়ির চুরির ঘটনায় ১ জনকে আটক করা হল ভুবনেশ্বর থেকে।
🔴 ইস্তফা দেওয়ার পর বান্ধবী বৈশাখী বন্দোপাধ্যায়কে নিয়ে আলিপুর আদালতে গেলেন শোভন চট্টোপাধ্যায়।