কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ই নভেম্বর
🔴শারীরিক অসুস্থতার কারনে আন্টিগা থেকে ভারতে ফিরতে পারবেন না পিএনবি কাণ্ডে পলাতক ব্যবসায়ী মেহুল চোকসি।
🔴জীবনাবসান ঘটল ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ জয়ের বীর নায়ক ব্রিগেডিয়ার কুলদীপ সিং চান্দুপুরির।
🔴৫ ডিসেম্বরের বদলে ৭ ই ডিসেম্বর থেকে আরম্ভ হচ্ছে বিজেপির রথযাত্রা।
🔴রাজ্যে সিবিআই-এর স্বাধীনভাবে তদন্ত করার অনুমতি খারিজ করে সিবিআই দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি পাঠাল রাজ্য।
🔴ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপাল-চীন ফ্রেন্ডশিপ ব্রিজ পুনর্নিমাণের কাজ শুরু হল।
🔴চীনের কাছ থেকে মালদ্বীপ ছিনিয়ে নিয়ে দ্বীপ রাষ্ট্রে পা রাখলেন নরেন্দ্র মোদী।
🔴বিশ্ব বক্সিংয়ে ৫৪ কেজি বিভাগে আমেরিকার ক্রিশ্চিয়ানা ক্রুজকে হারিয়ে প্রি – কোয়াটার ফাইনালে পৌঁছালেন ভারতীয় বক্সার মনীষা মৌন।
🔴ভিসা সমস্যা কাটিয়ে ভুবনেশ্বরের হকি বিশ্বকাপ খেলতে আসছে পাকিস্তান।
🔴আজ থেকে পাউরুটির দাম প্রতি পাউন্ডে ৪ টাকা বাড়ল।
🔴যশরাজ ব্যানারের আগামী ছবির শুটিংয়ের জন্য কর্সিকা গেলেন হৃতিক রোশন এবং বাণী কাপুর।