কারেন্ট অ্যাফেয়ার্স ১২ই সেপ্টেম্বর
🔴”আয়ুষ্মান যোজনায়” ৫০ কোটি ভারতীয় বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিনামূল্যে করাতে পারবে।
🔴পুলিশের পোশাকের রং পাল্টে সাদা করার পরিকল্পনা নিয়েছে রাজ্য।
🔴ব্রিজের একাংশ ক্ষতিগ্রস্থ হওয়ার কারনে ডানলপ ব্রিজের উপর দিয়ে মালবাহী গাড়ির যাতায়াত বন্ধ করে দেওয়া হল।
🔴বস্টনে গ্যাস লিক করে বিস্ফোরণে মৃত ১ , আহত ৬।
🔴বিজয় মালিয়ার লুক আউট নোটিশ নিয়ে ভুল স্বীকার সিবিআই।
🔴আই.এস.এফ বিশ্ব চ্যাম্পিয়ানশিপে জোড়া সোনা ভারতের।